ডাইনে সন্দেহে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১১
পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার ফেরারহাট গ্রামে ডাইনি সন্দেহে খুনের ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিস। গ্রাম প্রায় জনশূন্য। গ্রেফতারির ভয়ে অনেকেই ঘরছাড়া। এদিকে আজই ময়নাতদন্তের পর তিন মহিলার দেহ তুলে দেওয়া হবে তাঁদের পরিবারের হাতে।
পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার ফেরারহাট গ্রামে ডাইনি সন্দেহে খুনের ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিস। গ্রাম প্রায় জনশূন্য। গ্রেফতারির ভয়ে অনেকেই ঘরছাড়া। এদিকে আজই ময়নাতদন্তের পর তিন মহিলার দেহ তুলে দেওয়া হবে তাঁদের পরিবারের হাতে।
মঙ্গলবার বিকেলে বিচারসভা বসিয়ে একই পরিবারের তিনজনকে পিটিয়ে মারা হয়। তাঁদের কিছু বলার সুযোগ দেওয়া হয়নি। এরপর ৩ মহিলার দেহ কংসাবতী নদীর চরে সিঙেরগড় নামের একটি জায়গায় পুঁতে দেওয়া হয়। ফুলমণি সিং তাঁর মেয়ে সম্বারী সিং এবং পরিবারের অন্য আরেক সদস্য সম্বারী সিংকে বিচারসভা চলাকালীনই পিটিয়ে মেরে ফেলা হয়।
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন ডাইনি সন্দেহে ওই তিনজনের ওপর কিছুদিন ধরেই অত্যাচার চলছিল। ওই তিন মহিলা ছাড়া গুড্ডু সিং নামের এক ব্যক্তিকে বেধড়ক পেটানো হয়। সে কোনওমতে গ্রামে পালিয়ে আসে।