আজকের দিনেই অবতার রূপে সামনে আসেন শ্রীরামকৃষ্ণ
শুধু নববর্ষের আনন্দ-উচ্ছ্বাসই নয়, কল্পতরু উত্সবকে ঘিরেও আজ উদ্দীপনা তুঙ্গে। প্রতি বছরের মতো এবারও পয়লা জানুয়ারি পালিত হচ্ছে কল্পতরু উত্সব। একে ঘিরে সকাল থেকে সাজো সাজো রব কাশীপুর উদ্যানবাটিতে। কথিত আছে, উনিশশো ছিয়াশির পয়লা জানুয়ারি এখানেই ভক্তদের কাছে অবতার রূপে সামনে আসেন শ্রীরামকৃষ্ণ। সেদিন তাঁর কাছে যে যা চেয়েছিলেন, কল্পতরু হয়ে তাঁদের তাই দেন তিনি। জীবনের শেষ কিছুদিন এই কাশীপুরেই ছিলেন শ্রীরামকৃষ্ণ। আজ ভোর থেকে ভক্তদের ভিড় উপচে পড়েছে দক্ষিণেশ্বরেও। খানিকটা অপ্রত্যাশিতভাবেই আজকের দিনেই আবার পড়েছে, সারদা দেবীর জন্মতিথি। ফলে উত্সবের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে ভক্তদের মধ্যেও।
ওয়েব ডেস্ক: শুধু নববর্ষের আনন্দ-উচ্ছ্বাসই নয়, কল্পতরু উত্সবকে ঘিরেও আজ উদ্দীপনা তুঙ্গে। প্রতি বছরের মতো এবারও পয়লা জানুয়ারি পালিত হচ্ছে কল্পতরু উত্সব। একে ঘিরে সকাল থেকে সাজো সাজো রব কাশীপুর উদ্যানবাটিতে। কথিত আছে, উনিশশো ছিয়াশির পয়লা জানুয়ারি এখানেই ভক্তদের কাছে অবতার রূপে সামনে আসেন শ্রীরামকৃষ্ণ। সেদিন তাঁর কাছে যে যা চেয়েছিলেন, কল্পতরু হয়ে তাঁদের তাই দেন তিনি। জীবনের শেষ কিছুদিন এই কাশীপুরেই ছিলেন শ্রীরামকৃষ্ণ। আজ ভোর থেকে ভক্তদের ভিড় উপচে পড়েছে দক্ষিণেশ্বরেও। খানিকটা অপ্রত্যাশিতভাবেই আজকের দিনেই আবার পড়েছে, সারদা দেবীর জন্মতিথি। ফলে উত্সবের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে ভক্তদের মধ্যেও।