বুলেটের পাল্টা বুলেট, যৌথ বাহিনীর অভিযানে ছত্তিসগড়ে মৃত ১৫ মাওবাদী

ছত্তিসগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। পুলিসের দাবি, সংঘর্ষে ৪ মহিলা জঙ্গি সহ অন্তত ১৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

Updated By: Nov 22, 2015, 10:11 PM IST
বুলেটের পাল্টা বুলেট, যৌথ বাহিনীর অভিযানে ছত্তিসগড়ে মৃত ১৫ মাওবাদী

ওয়েব ডেস্ক: ছত্তিসগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। পুলিসের দাবি, সংঘর্ষে ৪ মহিলা জঙ্গি সহ অন্তত ১৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে সুকমার জঙ্গলে স্পেশাল টাস্ক ফোর্স এবং সিআরপিএফের সঙ্গে যৌথ অভিযানে যায় দান্তেওয়াড়া জেলা পুলিসের বিশেষ বাহিনী। নাগালগুড়া পাহাড়ের কাছে গোটা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। যার নেতৃত্বে ছিল মাওবাদী ডিভিশনাল কম্যান্ডার এবং মালঙ্গির এরিয়া কমিটির নেতা আয়াতু। পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী। প্রায় দু ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। এরপর এলাকা ছেড়ে পালিয়ে যায় মাওবাদীরা। তল্লাসি অভিযানে চার মহিলা জঙ্গি সহ আরও কয়েকজন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে বলে দাবি যৌথ বাহিনীর।

.