পাতে ইলিশ পড়ল বলে!
পরপর দুদিন জোড়া সুখবর। শুক্রবারই দক্ষিণবঙ্গে ঢুকেছে মৌসুমী বায়ু। আর আজই রাজ্যের পূর্ব উপকূলে এসে পৌছল বর্ষার সেরা 'ফসল' ইলিশ।
ওয়েব ডেস্ক : পরপর দুদিন জোড়া সুখবর। শুক্রবারই দক্ষিণবঙ্গে ঢুকেছে মৌসুমী বায়ু। আর আজই রাজ্যের পূর্ব উপকূলে এসে পৌছল বর্ষার সেরা 'ফসল' ইলিশ।
দীঘায় পৌঁছেছে প্রায় দশ টন ইলিশ। মরশুমের গোড়াতেই ইলিশের আগমন হইচই ফেলে দিয়েছে মাছের বাজারে। দোকানি, ক্রেতা থেকে আড়ত্দার সকলেই উত্তেজিত। হুজুগে ইলিশের দামও আকাশছোঁয়া। পাঁচশো গ্রামের ছোট ইলিশ বিকোচ্ছে চারশো টাকায়। সাড়ে সাতশো গ্রামের ইলিশের দাম প্রায় ছশো টাকা।
শিগগিরই কলকাতার মানুষও ইলিশের স্বাদ পাবেন। আশ্বস্ত করেছেন আড়ত্দাররা। গতকাল সামান্য পরিমাণ ইলিশ উঠেছিল ডায়মন্ড হারবারের বাজারে।
দেখুন সেই ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে,
https://www.facebook.com/sudeshna.paul.94/videos/480647665473047/