এবার মার্কিন যুক্তরাষ্ট্রে মশার মাধ্যমে ছড়াচ্ছে জিকা ভাইরাস
এবার মার্কিন যুক্তরাষ্ট্রে মশার মাধ্যমে ছড়াচ্ছে জিকা ভাইরাস। ফ্লোরিডায় ৪ জন আক্রান্ত হওয়ার পর এই বিপদঘণ্টি বাজিয়েছে মার্কিন স্বাস্থ্য দফতর। সরকারি মতে, এটাই স্থানীয়ভাবে মার্কিন মুলুকে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম ঘটনা। জিকার কারণে অসুস্থতা সামান্য হলেও গর্ভবতী মায়েরা আক্রান্ত হলে নবজাতক অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নিতে পারে। ফলে মার্কিন মুলুকে গর্ভবতী মায়েদের অবিলম্বে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলেছে সেদেশের সরকার।
ওয়েব ডেস্ক: এবার মার্কিন যুক্তরাষ্ট্রে মশার মাধ্যমে ছড়াচ্ছে জিকা ভাইরাস। ফ্লোরিডায় ৪ জন আক্রান্ত হওয়ার পর এই বিপদঘণ্টি বাজিয়েছে মার্কিন স্বাস্থ্য দফতর। সরকারি মতে, এটাই স্থানীয়ভাবে মার্কিন মুলুকে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম ঘটনা। জিকার কারণে অসুস্থতা সামান্য হলেও গর্ভবতী মায়েরা আক্রান্ত হলে নবজাতক অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নিতে পারে। ফলে মার্কিন মুলুকে গর্ভবতী মায়েদের অবিলম্বে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলেছে সেদেশের সরকার।
লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে এতদিন যৌন সংসর্গ থেকেই জিকা ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে মনে করা হত। ফলে সেখান থেকে ঘুরে আসা মানুষই আমেরিকায় সেই রোগ বয়ে নিয়ে আসত। এবারে তা স্থানীয়ভাবে ছড়ানোয় উদ্বেগ বাড়ল মার্কিন প্রশাসনের।