Russia-Ukraine War: Putin-র সঙ্গে আলোচনার প্রস্তাব Zelenskyy-র, Jerusalem-এ হতে পারে বৈঠক

ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা (Dmytro Kuleba) জোর দিয়ে বলেছেন যে তারা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা করতে প্রস্তুত কিন্তু আত্মসমর্পণ করবেন না অথবা কোনও আল্টিমেটাম গ্রহণ করবে না। অন্যদিকে, জেলেনস্কি বলেছেন যে ২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণের পর থেকে প্রায় ১,৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

Updated By: Mar 13, 2022, 11:07 AM IST
Russia-Ukraine War: Putin-র সঙ্গে আলোচনার প্রস্তাব Zelenskyy-র, Jerusalem-এ হতে পারে বৈঠক

নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার (Russia) সঙ্গে যুদ্ধের মধ্যে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) শনিবার ইসরায়েলের (Israel) জেরুজালেমে (Jerusalem) রাশিয়ার (Russia) রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

জেলেনস্কি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে (Naftali Bennett) মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে অনুরধ করেছেন বলেও জানা গেছে।

রয়টার্স জেলেনস্কিকে উদ্ধৃত করে বলেছে, "আমি (বেনেটকে) বলেছিলাম যে বর্তমানে রাশিয়া, ইউক্রেন বা বেলারুশে (Belarus) সভা করা গঠনমূলক নয়। এগুলি এমন জায়গা নয় যেখানে আমরা (সংশ্লিষ্ট দেশগুলির নেতারা) যুদ্ধ বন্ধ করতে সম্মত হতে পারব... আমি কি ইসরায়েল, বিশেষ করে জেরুজালেমকে এমন একটি জায়গা বলে মনে করি? আমি মনে করি উত্তরটি হ্যাঁ।" 

মধ্যস্থতাকারীর ভূমিকা অবলম্বন করে বেনেট গত শনিবার ইউক্রেনের নির্দেশে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিন ঘণ্টা ক্রেমলিনে বৈঠক করেন। একজন আধিকারিকের মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী তারপর থেকে ফোনে পুতিনের সঙ্গে দুবার এবং জেলেনস্কির সাথে চারবার কথা বলেছেন।

ইসরায়েল, "অন্যান্য শর্তসাপেক্ষ মধ্যস্থতাকারী দেশগুলির মতোই, ইউক্রেনকে রাশিয়ান ফেডারেশনের যেকোনও দাবিতে সম্মত হওয়ার প্রস্তাব দেয় নি," উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক (Mykhailo Podolyak) একটি টুইটে বলেছেন।

আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়া জৈবরাসায়নিক যুদ্ধ বাধালে এজন্য ফল ভুগতে হবে তাদের: বাইডেন

তিনি যোগ করেন, "সামরিক ও রাজনৈতিক কারণে এটা অসম্ভব। এছাড়া, ইসরায়েল রাশিয়াকে ঘটনাগুলিকে আরও পর্যাপ্তভাবে মূল্যায়ন করার আহ্বান জানায়।"

ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা (Dmytro Kuleba) জোর দিয়ে বলেছেন যে তারা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা করতে প্রস্তুত কিন্তু আত্মসমর্পণ করবেন না অথবা কোনও আল্টিমেটাম গ্রহণ করবে না। অন্যদিকে, জেলেনস্কি বলেছেন যে ২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণের পর থেকে প্রায় ১,৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

 

শুক্রবার, ইউক্রেনের রাষ্ট্রপতি মেলিটোপোল (Melitopol) শহরের মেয়রকে অপহরণ করার অভিযোগে রাশিয়াকে অভিযুক্ত করেছিলেন। তার মুক্তি নিশ্চিত করতে ফ্রান্স (France) ও জার্মানির (Germany) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাশিয়ান বাহিনী ২৬ ফেব্রুয়ারি ১৫০,০০০ জনসংখ্যার মেলিটোপোল শহর দখল করে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.