`ইয়াহু`-র উচ্চপদস্থ মহিলা এক্সিকিউটিভের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন অধঃস্তন মহিলা কর্মচারী

ক্যালিফোর্নিয়ায় এক উচ্চপদস্থ `ইয়াহু` মহিলা এক্সিকিউটিভের বিরুদ্ধে আদালতে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন অধঃস্তন এক মহিলা কর্মী। অভিযোগকারিনী জানিয়েছেন তাঁর প্রাক্তন বস ওই মহিলা এক্সিকিউটিভ শুধু তাঁকে যৌন হেনস্থাই করেননি, অন্যায়ভাবে চাকরি থেকেও বরখাস্ত করেছেন।

Updated By: Jul 12, 2014, 12:32 PM IST

ক্যালিফোর্নিয়ায় এক উচ্চপদস্থ `ইয়াহু` মহিলা এক্সিকিউটিভের বিরুদ্ধে আদালতে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন অধঃস্তন এক মহিলা কর্মী। অভিযোগকারিনী জানিয়েছেন তাঁর প্রাক্তন বস ওই মহিলা এক্সিকিউটিভ শুধু তাঁকে যৌন হেনস্থাই করেননি, অন্যায়ভাবে চাকরি থেকেও বরখাস্ত করেছেন।

মারিয়া ঝ্যাং, ইয়াহু মোবাইলের ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ডিরেক্টররে বিরুদ্ধে ৮ জুলাই ক্যালিফোর্নিয়ার আদালতে অভিযোগটি দায়ের করেছেন ন্যান শি নামের এক যুবতী। ন্যান শি ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে ইয়াহুতে যোগদান করেন।

ন্যান শি অভিযোগ করেছেন মারিয়া বহুবার তাঁকে জোর করে `ওরাল` ও `ডিজিটাল` সেক্সে বাধ্য করেছিলেন। মারিয়া নাকি তাকে বলেছিলেন তিনি যদি মারিয়ার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন তাহলে `ইয়াহু`-তে তাঁর ভবিষ্যত উজ্জ্বল।

মারিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সঙ্গেই আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ন্যান শি।

যদিও `ইয়াহু`-র তরফ থেকে ন্যান শি-এর সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

.