জানেন বিশ্বের সব থেকে ছোট ভয়ের বইয়ে কী লেখা আছে?
আপনি কি ভয়ের সিনেমা দেখতে খুব ভালোবাসেন? ছোট-বড় সব ধরনের ভয়ের সিনেমাই চুটিয়ে দেখেন? কিন্তু আপনি কি জানেন, বিশ্বের সব থেকে ছোট ভয়ের সিনেমা কোনটি? আর তাতে কী দেখানো আছে? শুনলে মজাই পাবেন যে, পৃথিবীর সবচেয়ে ছোট ভয়ের গল্পের বইতে মাত্র দুটো বাক্য আছে। ইংরেজিতে লেখা দুই বাক্যের বইটিতে লেখা আছে, ‘পৃথিবীতে বেঁচে থাকা শেষ মানুষটা একা ঘরের এক কোণে বসে। হঠাত্ দরজার বাইরে থেকে টোকা পড়ল।‘
ওয়েব ডেস্ক: আপনি কি ভয়ের সিনেমা দেখতে খুব ভালোবাসেন? ছোট-বড় সব ধরনের ভয়ের সিনেমাই চুটিয়ে দেখেন? কিন্তু আপনি কি জানেন, বিশ্বের সব থেকে ছোট ভয়ের সিনেমা কোনটি? আর তাতে কী দেখানো আছে? শুনলে মজাই পাবেন যে, পৃথিবীর সবচেয়ে ছোট ভয়ের গল্পের বইতে মাত্র দুটো বাক্য আছে। ইংরেজিতে লেখা দুই বাক্যের বইটিতে লেখা আছে, ‘পৃথিবীতে বেঁচে থাকা শেষ মানুষটা একা ঘরের এক কোণে বসে। হঠাত্ দরজার বাইরে থেকে টোকা পড়ল।‘
বুঝুন কাণ্ড। এই দুটো বাক্য! তাতেই আপনার গায়ের রোমটা কেমন খাড়া হয়ে গেল না? ভয়ের বা সাসপেন্স গল্পের পেশাদার সমালোচকরা এই দুটো বাক্যের বইটাকেই সেরা অ্যাখা দেন। রেকর্ড সংখ্যক কপি বিক্রি হয় এই বইটির।