গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের বিচারে বিশ্বের প্রবীণতম মানুষ মারা গেলেন

Updated By: Aug 12, 2017, 04:18 PM IST
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের বিচারে বিশ্বের প্রবীণতম মানুষ মারা গেলেন

ওয়েব ডেস্ক: গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের বিচারে বিশ্বের প্রবীণতম মানুষ মারা গেলেন। ইজরায়েলের ইসরাইল ক্রিস্টালের বয়স হয়েছিল ১১৩ বছর! হেরাত্জ ডেইলি তাঁদের অনলাইন সংস্করণে এই খবর জানিয়েছে। আর একটি মাস পৃথিবীতে কাটাতে পারলেই তাঁর বয়স হত ১১৪ বছর। বিশ্বের প্রবীণ মানুষ রেখে গেলেন দুই সন্তান, ৯ জন নাতি এবং ৩২ জন পুতিকে।

আরও পড়ুন এয়ার ইন্ডিয়ার দফতরে আগুন, আতঙ্ক বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে

ক্রিস্টাল আসলে অধুনা পোল্যান্ডের মানুষ। ১৯০৩ সালের ১৫ সেপ্টেম্বর জন্মেছিলেন তিনি। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। তারও তিনমাস পর রাইট ভাইয়েরা প্রথমবার বিমান চালিয়েছিলেন। ২০১৬ মাসের মার্চ মাসে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ক্রিস্টালকে বিশ্বের প্রবীণতম মানুষের আখ্যা দিয়েছিল।

আরও পড়ুন  ফের ঝটকা, ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান

.