বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু বানিয়ে ঝলকে চিন

কাঁচের সেতু। ঠিকই শুনেছেন। বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু। ভাঙার ভয় নেই। কাটার ভয় নেই। চিনের হুনানে একটি কাঠের ব্রিজকে পাল্টে কাঁচের ব্রিজ বানানো হয়। এখন সেটি পৃথিবীর বুকে জ্বলজ্বল করছে বিশ্বের দীর্ঘতম কাঁচের ব্রিজ হিসাবে।

Updated By: Oct 2, 2015, 12:26 PM IST
বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু বানিয়ে ঝলকে চিন

ওয়েব ডেস্ক: কাঁচের সেতু। ঠিকই শুনেছেন। বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু। ভাঙার ভয় নেই। কাটার ভয় নেই। চিনের হুনানে একটি কাঠের ব্রিজকে পাল্টে কাঁচের ব্রিজ বানানো হয়। এখন সেটি পৃথিবীর বুকে জ্বলজ্বল করছে বিশ্বের দীর্ঘতম কাঁচের ব্রিজ হিসাবে।

ভিডিও দেখুন

চিনের হুনান প্রদেশের শিনিউজহাই জিওপার্কে অবস্থিত দীর্ঘতম কাঁচের ব্রিজটি ৩০০ মিটার লম্বা। মাটি থেকে ১৮০ মিটার উঁচুতে রয়েছে। সেতুটি ২৪ মিলিমিটার দুটি কাঁচের স্তর মিলিয়ে তৈরি হয়েছে। ইঞ্জিনিয়ারদের তরফ থেকে জানানো হয়েছে, এই কাঁচের স্তর ২৫ গুণ মজবুত সাধারণ জানালার কাঁচ থেকে।

চিনের বুদ্ধ পাহাড়ের দুটি চূড়ার সংযোগস্থলে রয়েছে এই সেতুটি। ১১ জন ইঞ্জিনিয়ার মিলে রাতারাতি কাঠের ব্রিজকে বদলে কাঁচের সেতু তৈরি করে। পায়ে হাঁটা এই সেতুটি এখন "হিরো সেতু" নামে পরিচিত চিনের আম জনতার কাছে।

.