ইরাক যু্দ্ধ শেষ: বারাক ওবামা
ইরাক যুদ্ধের অবসান। ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চলতি বছরের শেষেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি।
ইরাক যুদ্ধের অবসান। ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চলতি বছরের শেষেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের নির্বাচরী প্রচারে ইরাক থেকে সেনা প্রত্যাহার করাই ছিল ওবামার অন্যতম প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি মতোই এবছরের শেষে ইরাক থেকে সেনা প্রত্যাহার করা হবে। ইরাকি প্রধানমন্ত্রী নৌরি আল মালিকির সঙ্গে ভিডিও কনফারেন্সের পরে সাংবাদিকদের একথা জানান মার্কিন প্রেসিডেন্ট। জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট থাকাকালীনই দুহাজার এগারোর মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি হয়েছিল। সেই চুক্তিরই বাস্তবায়ন ঘটালেন ওবামা। দীর্ঘ নবছরের ইরাক যুদ্ধের ইতি ঘটবে কিনা,এবছরের মধ্যেই ইরাকে সেনা থাকবে কিনা, তা নিয়ে চাপানউতোর চলছিল গত কয়েকমাস ধরেই। ওবামার এই ঘোষণায় সেই জল্পনার সমাপ্তি ঘটল।