জেব্রার গায়ে কেন ডোরাকাটা দাগ?

জেব্রার ডোরাকাটা এল কোথা থেকে? কেনই বা এল? বহুদিন ধরেই চলছে গবেষনা। কখনও উত্তর এসেছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বার্থে, কথনও বা জবাব পাওয়া গেছে অভিষোজনের কারণে। অবশেষ ন্যাশনাল জিওগ্রাফিকের দুটি উত্তর খারিজ করে দিয়েছে এই সব তত্ত্বকে।

Updated By: Apr 2, 2014, 10:24 PM IST

জেব্রার ডোরাকাটা এল কোথা থেকে? কেনই বা এল? বহুদিন ধরেই চলছে গবেষনা। কখনও উত্তর এসেছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বার্থে, কথনও বা জবাব পাওয়া গেছে অভিষোজনের কারণে। অবশেষ ন্যাশনাল জিওগ্রাফিকের দুটি উত্তর খারিজ করে দিয়েছে এই সব তত্ত্বকে।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-ডেভিসের ওয়াইল্ডলাইফ বায়োলজিস্ট টিম কারোর দল উত্তর খুঁজতে জেব্রা, ঘোড়া ও গাধার শরীরের ওপর পরীক্ষা চালিয়েছেন। বিভিন্ন তাপমাত্রা, অঞ্চলের ওপর ভিত্তি করেও খুঁজেছেন উত্তর। সেখান থেকেই উঠে এসেছে উত্তর। টিম মনে করেন মাছি তাড়ানোর জন্যই নাকি জেব্রার গায়ে ডোরাকাটা দাগ। টিম বলেন, "গবেষনার ফল দেখে আমি সত্যিই অবাক। দেখা গিয়েছে যেখানে যেখানে মাছির প্রকোপ বেশি সেখানেই বাড়ছে জেব্রার ডোরাকাটা দাগের ঘনত্ব। নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত হয়েছে সমীক্ষার রিপোর্ট। ২০১২ সালের ইউরোপিয় বিজ্ঞানীদের একটি গবেষনার রিপোর্টের সঙ্গে মিল রয়েছে এই রিপোর্টের।"

তবে সমীক্ষার ফলে উঠে এসেছে নতুন প্রশ্ন। মাছিদের ডোরাকাটা দাগ পছন্দ নয় কেন?

.