হ্যাপি বার্থডে @gmail

বয়স বাড়ল জিমেলের। আজ ১০ বছর পূর্ণ করল জিমেল। ২০০৪ সালের ১ এপ্রিল বিটা ফর্মে প্রথম ইমেল সার্ভিস লঞ্চ করে গুগল। ভার্জ-এর রিপোর্ট অনুযায়ী, ২০০৭ সাল পর্যন্ত কেবলমাত্র কেউ ইনভাইট করলেই ইমেল অ্যাকাউন্ট খোলা যেত। ২০০৭ সালের পর থেকে সাধারণ নিয়মেই সাইন আপ করা যায় জিমেলে।

Updated By: Apr 2, 2014, 04:24 PM IST

বয়স বাড়ল জি মেলের। আজ ১০ বছর পূর্ণ করল জি মেল। ২০০৪ সালের ১ এপ্রিল বিটা ফর্মে প্রথম ইমেল সার্ভিস লঞ্চ করে গুগল। ভার্জ-এর রিপোর্ট অনুযায়ী, ২০০৭ সাল পর্যন্ত কেবলমাত্র কেউ ইনভাইট করলেই ইমেল অ্যাকাউন্ট খোলা যেত। ২০০৭ সালের পর থেকে সাধারণ নিয়মেই সাইন আপ করা যায় জি মেলে।

এরপর থেকেই প্রতিদ্বন্দ্বীদের লজ্জায় ফেলে ইউজারদের পছন্দের তালিকায় জিমেল। ২০০৯ সাল থেকে বিটা লেবেলের থেকে বেরিয়ে আসে জিমেল। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ইমেল পোর্টাল আজ দশ বছর পূর্ণ করল। এই দশ বছরে জিমেলের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। হ্যাপি বার্থডে জিমেল।

.