‘করোনাভাইরাসের বিষয়ে সাংবাদিক বৈঠক করে কি লাভ?’ টুইট সমালোচনায় বিরক্ত ট্রাম্পের
করোনাভাইরাস-এর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলা বন্ধ করার কথা ভাবছেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট!
নিজস্ব প্রতিবেদন: একে করোনাভাইরাসকে শুরুর দিকে হালকাভাবে নেওয়ার অভিযোগ। তার উপর শনিবার সাংবাদিক সম্মেলনে করোনা ভাইরাস দমনে অতিবেগুনি রশ্মি বা জীবানুনাশক সেবনের পরামর্শ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একের পর এক ইস্যুতে বিঁধেছে মার্কিন সংবাদমাধ্যম। আর তারপরেই রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন ট্রাম্প। করোনাভাইরাস-এর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলা বন্ধ করার কথা ভাবছেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট।
"করোনাভাইরাসের বিষয়ে সাংবাদিক সম্মেলন করে কী লাভ?", টুইট করেন ট্রাম্প। সংবাদ মাধ্যমের প্রতি অভিযোগের আঙ্গুল তুলে তিনি লেখেন, "খালি বিতর্কিত প্রশ্ন করা হয় এবং সত্য ঘটনাগুলি বিকৃত করে প্রকাশ করা হয়।" আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, "সংবাদমাধ্যম প্রচুর দর্শক পায়, কিন্তু দর্শকরা শুধুই ভুয়ো খবর পান।"
What is the purpose of having White House News Conferences when the Lamestream Media asks nothing but hostile questions, & then refuses to report the truth or facts accurately. They get record ratings, & the American people get nothing but Fake News. Not worth the time & effort!
— Donald J. Trump (@realDonaldTrump) April 25, 2020
ফেব্রুয়ারি ঠাসে করোনাভাইরাসকে 'বিরোধীদের এবং সংবাদমাধ্যমের অপপ্রচার' বলে অভিযোগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভিড়ে ঠাসা সভায় তিনি জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনগুলিতে এই বিষয়ে বারবার প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা। সেই প্রসঙ্গেই অপর একটি টুইটে তিনি লেখেন, "আমি কখনো করোনাভাইরাস কে ভুয়ো বলিনি।"
I never said the pandemic was a Hoax! Who would say such a thing? I said that the Do Nothing Democrats, together with their Mainstream Media partners, are the Hoax. They have been called out & embarrassed on this, even admitting they were wrong, but continue to spread the lie!
— Donald J. Trump (@realDonaldTrump) April 25, 2020
অথচ ফেব্রুয়ারির শেষে সভায় তিনি যে সেটা বলেছিলেন তা তখনকার ভিডিয়ো থেকেই স্পষ্ট। দেখুন সেই ভিডিও,
মাত্র কয়েক দিনেই সেই ছবি যে অনেকটা বদলে গিয়েছে, তা বলাই বাহুল্য। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছুঁই ছুঁই। প্রাণ হারিয়েছেন প্রায় ৫৪ হাজার মানুষ। পরিস্থিতি আগের তুলনায় কিছুটা আয়ত্তে এলাও এখনও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে দেশের অর্থনীতি কী ভাবে পুনরুদ্ধার করা যায় এবং আংশিক লকডাউন তোলা যায় তাই নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ট্রাম্প সরকার। সরকারের এই নীতি-নিয়ম সমালোচনায় সরব হয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলি। আর তাতেই এই প্রতিক্রিয়া।