Israel Palestine Conflict: ইসলাম বিরোধিতার সঙ্গে জড়িয়ে রয়েছে ঘৃণা; আমাদের তা ছাড়তে হবে, ইজরায়েলকে বার্তা বাইডেনের

বুধবার ইজরায়েল যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। ট্যুইট করে তাঁর কর্মসূচির কথা জানিয়েছেনও মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন জানিয়েছেন, বুধবার তিনি ইজরায়েলের পাশে দাঁড়াতে তিনি সেখানে যাচ্ছেন

Updated By: Oct 17, 2023, 10:05 PM IST
Israel Palestine Conflict: ইসলাম বিরোধিতার সঙ্গে জড়িয়ে রয়েছে ঘৃণা; আমাদের তা ছাড়তে হবে, ইজরায়েলকে বার্তা বাইডেনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েলে হামাসের হামলার পর সেখানে রণতরী পাঠিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর ইজরায়ের বাহিনীও উত্তর গাজায় স্থলহামলার জন্য প্রস্তুত। এরকম এক পরিস্থিতিতে বুধবার ইজরায়েল যাচ্ছেন মার্কিন প্রেসিটেন্ট জো বাইডেন। তার আগেই ফের ইসরায়েলকে সতর্ক করলেন তিনি। মঙ্গলবার সন্ধেয় একটি ট্যুইট করে বাইডেন লিখেছেন, 'ঘৃণা ছাড়তে হবে'।

আরও পড়ুন-নতুন নাম দিলেন মুখ্যমন্ত্রী; 'বস্তি কথাটা তুলে দাও', নির্দেশ মেয়রকে...

গত ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পরই ওই হামলার নিন্দা করে বার্তা দিয়েছিলেন বাইডেন। ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ভূমধ্যসাগরে রণতরীও পাঠিয়ে দেন। কিন্তু সময় যত গড়িয়ে ততই ইজরায়েলে ক্ষোভ তীব্র হয়েছে আর বাইডেনের  আবস্থান ক্রমশ নরম হয়েছে। ইজরায়েলের গাজায় স্থলবাহিনীর হামলা প্রসঙ্গে রবিবার সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিতে গিয়ে বাইডেন বলেন, বড় ভুল হবে। হামাস কট্টরপন্থী কিন্তু সমস্ত প্যালেস্টিনিয়র পরিচয় হামাস নয়। এটা মনে রাখতে হবে।

বুধবার ইজরায়েল যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। ট্যুইট করে তাঁর কর্মসূচির কথা জানিয়েছেনও মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন জানিয়েছেন, বুধবার তিনি ইজরায়েলের পাশে দাঁড়াতে তিনি সেখানে যাচ্ছেন। সেখান থেকে তিনি জর্ডন যাবেন। সেখানকার নেতাদের সঙ্গে তাঁর কথা হবে। মানবিক সাহায্যের বিষয়ে আলোচনা হবে। হামাস প্যালেস্টাইন নয়। প্যালেস্টাইনের মানুষের নিজেদের স্বার্থ বুঝে নেওয়ার অধিকার রয়েছে।

বাইডেনের ওই মন্তব্যরের পরই ইজরায়েল-প্য়ালেস্টাইন সংঘাতের সমীকরণ অন্য দিকে ঘুরতে শুরু করে। স্পষ্ট হয়ে যায়, গাজায় ঢুকে স্থলপথে আক্রমণের পরিপন্থী তিনি নন। কারণ ইতিমধ্যেই লেবাননের হেজবোল্লা সংঘাতে জড়িয়ে গিয়েছে। সিরিয়াতেও বোমা বর্ষণ করছে ইজরায়েল। ফুঁসছে ইরানও। আরব মুলুকের অন্যান্য দেশও প্রকাশ্যে কিছু না বললেও তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এরকম এক পরিস্থিতিতে ইজরায়েল যাওয়ার আগে মঙ্গলবার সন্ধেয় ফের একটি ট্যুইট করলেন জো বাইডেন। সেখানে ইজারায়েলের প্রতি তাঁর বার্তা স্পষ্ট।

ওই ট্যুইটে বাইডেন লিখছেন, ইতিহাস বারবার আমাদের শিখিয়েছে সেমেটিক ধর্মের বিরোধিতা ও ইসলামোফোবিয়া ও সব ধরনের ঘৃণা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত।  যে কোনও ধরেনের ঘৃণাকে আমাদের ত্যাগ করতে হবে।  

এদিকে, ইজারায়েলের সঙ্গে হামাসের সংঘাত কমাতে ইজরায়েলে গিয়েছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। ইজারায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ে তাঁকে মিনিট পাঁচেকের জন্য বাঙ্কারে আশ্রয় নিতে হয়। ফলে একটি বিষয় স্পষ্ট। যে এখনও হামাসের হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইজরায়েল। রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা, হামাসের সঙ্গে লড়াই করতে গিয়ে ইরান, জর্ডন, লেবানন-সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে জড়িয়ে দিতে চাইছে ইজরায়েল। সেটা সম্ভবত চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র। তাই বড়কিছু ঘটার আগেই তত্পর জো বাইডেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.