শাহবাগের পাশে আমরা
শুরুটা করেছিলেন মাত্র ৩০০ জন। রাজাকারদের ফাঁসি আর মৌলবাদ শূন্য দেশের দাবিতে ঢাকার শাহবাগ স্কোয়ার চত্বরে জড়ো হয়েছিলেন ওঁরা, বাংলাদেশের নতুন প্রজন্মের কতগুলো মুখ। যোগাযোগের মাধ্যম ছিল সোসাল নেটোওয়ার্কিং সাইট। আজ ওই ৩০০ জনের আন্দোলন কোটি মানুষের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আবারও প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। ঢাকার শহুরে আপাত শিক্ষিত সমাজের চৌহদ্দি পেড়িয়ে এই আন্দোলনে সামিল হয়েছে রাজশাহী, চট্টগ্রাম, সাতকানিয়া, কক্সবাজার। সমস্ত মৌলবাদী ফতোয়াকে তুড়িতে উড়িয়ে রোজ রোজ রাজপথে বাড়ছে প্রতিবাদীদের সংখ্যা। জামাতের হিংস্র আক্রমণও বিন্দু মাত্র চিড় ধরাতে পাড়েনি কোটি কোটি বাঙালির মনবলে। মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের আর ক্ষমা করতে নারাজ তাঁরা।
শুরুটা করেছিলেন মাত্র ৩০০ জন। রাজাকারদের ফাঁসি আর মৌলবাদ শূন্য দেশের দাবিতে ঢাকার শাহবাগ স্কোয়ার চত্বরে জড়ো হয়েছিলেন ওঁরা, বাংলাদেশের নতুন প্রজন্মের কতগুলো মুখ। যোগাযোগের মাধ্যম ছিল সোসাল নেটোওয়ার্কিং সাইট। আজ ওই ৩০০ জনের আন্দোলন কোটি মানুষের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আবারও প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। ঢাকার শহুরে আপাত শিক্ষিত সমাজের চৌহদ্দি পেড়িয়ে এই আন্দোলনে সামিল হয়েছে রাজশাহী, চট্টগ্রাম, সাতকানিয়া, কক্সবাজার। সমস্ত মৌলবাদী ফতোয়াকে তুড়িতে উড়িয়ে রোজ রোজ রাজপথে বাড়ছে প্রতিবাদীদের সংখ্যা। জামাতের হিংস্র আক্রমণও বিন্দু মাত্র চিড় ধরাতে পাড়েনি কোটি কোটি বাঙালির মনবলে। মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের আর ক্ষমা করতে নারাজ তাঁরা।
ওপার বাংলার প্রতিবাদের ঢেউ কাঁটাতারের বেড়া টপকে মিশে গেছে এপার বাংলার বুকেও। আজ শাহবাগের প্রজন্ম মঞ্চের পাশে সামিল আমরাও, ২৪ ঘণ্টা। আপনারাও আসুন, আপনার, আমার, আমাদের সবার প্রতিবাদ ভাষা খুঁজে নিক শাহবাগের প্রজন্ম মঞ্চের লড়াইয়ের পাশে।
আজ মিলেনিয়াম পার্কে সন্ধে ৭টায় `শাহবাগের পাশে আমরা`। সঙ্গে চাই আপনাকে, আপনাদেরকেও।