গণেশের বিজ্ঞাপন হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে, জানাল এসিবি

চাপে পড়ে ডিগবাজি খেল অস্ট্রেলিয়ার বিজ্ঞাপন নিয়ামক সংস্থা অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্স ব্যুরো। 

Updated By: Nov 22, 2017, 11:59 PM IST
গণেশের বিজ্ঞাপন হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে, জানাল এসিবি

নিজস্ব প্রতিনিধি: মাংসের বিজ্ঞাপনে গণেশকে ব্যবহার করা নিয়ে রায়দানে ডিগবাজি খেল অস্ট্রেলিয়ার বিজ্ঞাপন নিয়ামক সংস্থা অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্স ব্যুরো। তারা জানাল, ওই বিজ্ঞাপনটি দেশে বিজ্ঞাপন সংক্রান্ত আইন ভেঙেছে। আঘাতপ্রাপ্ত হয়েছে হিন্দুদের ভাবাবেগ।  

অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্স ব্যুরোর পর্যবেক্ষণ, গণপতি বাপ্পাকে হিন্দুরা পুজো করেন। তাঁকে নিয়ে মজা করা হলে হিন্দুদের ভাবাবেগে আঘাত লাগা স্বাভাবিক।গত সেপ্টেম্বরে মিট অ্যান্ড লিভস্টক অস্ট্রেলিয়া বিজ্ঞাপনটি প্রকাশ করে। তাতে দেখা যায়, বুদ্ধ, যীশু খ্রীস্ট্রের  সঙ্গে এক টেবিলে বসে মাংস খাচ্ছেন গণেশ। 

আরও পড়ুন- রাষ্ট্রপতির জন্য উড়ানে দেরি, অপেক্ষায় ভাইয়ের শব, মন্ত্রীর সামনে ফেটে পড়লেন তরুণী

ওই বিজ্ঞাপনটি বন্ধের প্রতিবাদে সরব হয় অস্ট্রেলিয়ার হিন্দু সংগঠনগুলি। অস্ট্রেলিয়া বিজ্ঞাপন নিয়ামক সংস্থার রায়ের পর তাদের দাবি, ''এটা হিন্দুদের জয় হল। অভিযোগ জানানোর প্রক্রিয়ায় আমরা ভুল করে ফেলেছিলাম। তবে একত্রিতভাবে লড়াই করে সাফল্য এল।''  

এর আগে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্স ব্যুরো জানিয়েছিল, বিজ্ঞাপনে গণেশকে ইতিবাচকভাবেই দেখানো হয়েছিল। তবে অস্ট্রেলিয়ায় বসবাসকারী হিন্দুরা হাল ছাড়েননি। 

.