এবার ভৃত্যকে বাঁচালেন মালিক

এত  দিন ধরে বিভিন্নভাবে মালিককে রক্ষা করেছে ভৃত্য। এবার মালিক রক্ষা করল ভৃত্যকে।

Updated By: Oct 20, 2015, 09:00 PM IST
এবার ভৃত্যকে বাঁচালেন মালিক

ওয়েব ডেস্ক: এত  দিন ধরে বিভিন্নভাবে মালিককে রক্ষা করেছে ভৃত্য। এবার মালিক রক্ষা করল ভৃত্যকে।

গ্লাসগোর ইন ডিপ পাবের ধারে নদীতে পড়েগিয়েছিল একটি শারমেয়। তাকে পড়ে থাকতে দেখে নদীতে ঝাঁপ দেন পাবের মালিক। বিখ্যাত কেলভিন ব্রিজের নিজে অবস্থিত এই পাবটি নদীর পাশে একটি ধাতব পাত দিয়ে ঘেরা। সেই ধাতব পাতে পা পিছলে ৩০ ফুট নিচে জলের মধ্যে পড়ে যায় শারমেয়টি। তার ডাক শুনতে পান পাব মালিক। তারপর নদীতে দড়ি ঝুলিয়ে নিজে নদীর মধ্যে নেমে, কুকুরটিকে নদী থেকে তুলে আনেন তিনি। ঘটনাটি প্রচারের পর থেকেই নেটে ভাইরাল হয়ে যায় খবরটি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এই পাবটিতে নিজেদের কুকুর ঘুরতে আসেন অনেকেই। তাই কুকুরটি নদীতে পড়ে যেতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে সমস্ত কাস্টোমারদের চোখে মুখে। কিন্তু কুকুরটির উদ্ধারের পর আবারও ইচ্ছ্বাসে মেতে ওঠে পাবটি।     

.