দেখুন আগ্নেয়গিরির ভিতরের LIVE ভিডিও

স্কুলে পড়াশুনোর সময় ভুগোল বিষয়টা তো নিশ্চই পড়েছেন? সেখানে বিশ্বজুড়ে একাধিক আগ্নেয়গিরির কথাও পড়েছেন। কিন্তু, কখনও কী নিজে চোখে অগ্নুত্‍পাতের দৃশ্য দেখেছেন? দেখেননি তো? তবে এবার দেখবেন নাকি?

Updated By: Jun 2, 2016, 07:51 PM IST
দেখুন আগ্নেয়গিরির ভিতরের LIVE ভিডিও

ওয়েব ডেক্স : স্কুলে পড়াশুনোর সময় ভুগোল বিষয়টা তো নিশ্চই পড়েছেন? সেখানে বিশ্বজুড়ে একাধিক আগ্নেয়গিরির কথাও পড়েছেন। কিন্তু, কখনও কী নিজে চোখে অগ্নুত্‍পাতের দৃশ্য দেখেছেন? দেখেননি তো? তবে এবার দেখবেন নাকি?

সম্প্রতি, পর্বতারোহীদের একটি দল সোশাল মিডিয়ায় তাদের একটি ভিডিও পোস্ট করে। পোস্টটিতে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের একটি ভিডিও রয়েছে। অভিযাত্রীদের গন্তব্য সেই আগ্নেয়গিরিই। তাঁরা জানিয়েছেন, ১ হাজার ৯৩ ডিগ্রি তাপমাত্রা নিয়ে আগ্নেয়গিরির মুখ থেকে জ্বলন্ত লাভা বেরিয়ে আসছিল সেইসময়। প্রচণ্ড উত্তাপের কারণে যদিও খুব বেশিক্ষণ তাঁরাসামনে দাঁড়িয়ে থাকতে পারেননি। তবে, খুব কাছ থেকে পৃথিবীর অভ্যন্তরের এক প্রকাণ্ড ভয়ালরূপের ছবি তুলে এনেছে ওই অভিযাত্রীর দল।

ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল।

 

.