ঋণখেলাপির অভিযোগে লন্ডনের আদালতে মালিয়ার প্রত্যর্পণের শুনানি আজ, থাকছে সিবিআই

সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার নেতৃত্বে একটি দল লন্ডন পৌঁছে গিয়েছে। এদিন প্রত্যর্পণ মামলার রায় শোনাবেন চিফ ম্যাজিস্ট্রেট এমা লুইস আর্বুথনট।

Updated By: Dec 4, 2017, 11:37 AM IST
ঋণখেলাপির অভিযোগে লন্ডনের আদালতে মালিয়ার প্রত্যর্পণের শুনানি আজ, থাকছে সিবিআই
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আজ ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে লিকার ব্যারন বিজয় মালিয়ার প্রত্যর্পণ মামলার শুনানি। শুনানিতে সিবিআইয়ের আইনজীবী আদালতে হাজির থাকবে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। ৬১ বছর বয়সী মালিয়াকে দেশে ফেরাতে ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) নামে একটি আইনি সংস্থার মাধ্যমে আর্জি জানাবে ভারত।

আরও পড়ুন- পাকিস্তানকে এড়িয়েই এবার আফগানিস্তান ও ইরানের সঙ্গে ব্যবসা করবে ভারত  

সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার নেতৃত্বে একটি দল লন্ডন পৌঁছে গিয়েছে। এদিন প্রত্যর্পণ মামলার রায় শোনাবেন চিফ ম্যাজিস্ট্রেট এমা লুইস আর্বুথনট। এর আগের শুনানিতে অভিযুক্তের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। সেখানে ভারতীয় আইনজীবীরা জানিয়েছিলেন, অভিযুক্তের যথপোযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করেই মালিয়াকে জেলে রাখা হবে।

আরও পড়ুন- জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি আগামী সপ্তাহেই!

সংবাদ সংস্থা পিটিআইকে এর আগে প্রাক্তন রাজ্যসভা সাংসদ জানিয়েছিলেন, তিনি কোনও বেআইনি কাজ করেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। প্রসঙ্গত, ভারতের বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ৯,০০০ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে কিংফিশার এয়ারলাইনসের কর্ণধারের বিরুদ্ধে। এরপর ২০১৬-মার্চে দেশ ছেড়ে ব্রিটেনে বসবাস শুরু করেন মালিয়া। এপ্রিলে বিজয় মালিয়াকে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড। যদিও কয়েক ঘণ্টার মধ্যে জামিন পেয়ে যান তিনি।  

.