অজানা রোগে মৃত্যু মিছিল ভিয়েতনামে
এক অজানা রোগে মৃত্যু মিছিল শুরু হয়েছে ভিয়েতনামে। সে দেশের সরকার সূত্রে খবর, মধ্য ভিয়েতনামে ওই রোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। আক্রান্তের সংখ্যা ১৭১ ছাড়িয়েছে। ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই রোগে আক্রান্তদের হাতে ও পায়ের চামড়ায় প্রথমে র্যাশ দেখা দিচ্ছে।
এক অজানা রোগে মৃত্যু মিছিল শুরু হয়েছে ভিয়েতনামে। সে দেশের সরকার সূত্রে খবর, মধ্য ভিয়েতনামে ওই রোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। আক্রান্তের সংখ্যা ১৭১ ছাড়িয়েছে। ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই রোগে আক্রান্তদের হাতে ও পায়ের চামড়ায় প্রথমে র্যাশ দেখা দিচ্ছে। সঙ্গে প্রচণ্ড জ্বর আসছে ও ধীরে ধীরে ক্ষিদে কমে যাচ্ছে। এবং কোনও কোনও অঙ্গ-প্রত্যঙ্গও বিকল হয়ে যাচ্ছে।
এই অজানা রোগের উত্স কী বা কী ভাবে চিকিত্সা করা হবে, গোটা বিষয়ের তদন্তের জন্য ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (ডব্লুএইচও)-এর সাহায্য চেয়েছে ভিয়েতনাম সরকার। গুরুতর আক্রান্ত ১০০ জনের হাসপাতালে চিকিত্সা চলছে।