ঘুমিয়ে স্বপ্ন দেখছে অক্টোপাস! পাল্টাচ্ছে তার গায়ের রং! চমকে দিচ্ছে ভিডিয়ো

গায়ের রং পরিবর্তন অবশ্য অক্টোপাসের ক্ষেত্রে নতুন কিছু নয়। শত্রুর হাত থেকে রক্ষা পেতে অক্টোপাস গায়ের রংয়ের পরিবর্তন করে। কিন্তু ঘুমের মধ্যে এত দ্রুত রং পরিবর্তন নিয়ে জীববিজ্ঞানীরা নতুন সম্ভাবনা দেখছেন।

Updated By: Oct 2, 2019, 07:30 PM IST
ঘুমিয়ে স্বপ্ন দেখছে অক্টোপাস! পাল্টাচ্ছে তার গায়ের রং! চমকে দিচ্ছে ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : এমন যদি হত, আপনি স্বপ্ন দেখছেন আর তার প্রভাব পড়ছে আপনার ত্বকে! মানে স্বপ্নে যা দেখছেন তার উপর নির্ভর করে বদলে যাচ্ছে আপনার ত্বকের রঙ! মানুষের ক্ষেত্রে এমনটা সম্ভব নয়। তবে অক্টোপাসের ক্ষেত্রে সম্ভব। জলের নিচে ঘুমোচ্ছে অক্টোপাস। ঘুমের মধ্যেই ক্রমাগত তাঁর ত্বকের রং পরিবর্তন হচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই অক্টোপাসের রং পাল্টে কখনও হচ্ছে হলুদ। কখনও আবার লালচে।

আরও পড়ুন-  আচমকাই ভেঙে পড়ল ৪৬০ ফুটের সেতু, ভিডিয়ো দেখে শিহরিত নেটিজেনরা

গায়ের রং পরিবর্তন অবশ্য অক্টোপাসের ক্ষেত্রে নতুন কিছু নয়। শত্রুর হাত থেকে রক্ষা পেতে অক্টোপাস গায়ের রংয়ের পরিবর্তন করে। কিন্তু ঘুমের মধ্যে এত দ্রুত রং পরিবর্তন নিয়ে জীববিজ্ঞানীরা নতুন সম্ভাবনা দেখছেন। জীববিজ্ঞানীদের একাংশের ধারণা, সেই অক্টোপাস ঘুমের মধ্যে সমুদ্রের নিচে কাঁকড়া খাওয়ার স্বপ্ন দেখছিল। সেই জন্য তার গায়ের রং বদলে বাদামি হচ্ছিল। এই প্রক্রিয়াকে ফ্যাসিনেটিং বলছেন বিজ্ঞানীরা।  

.