জলের নীচে বিশাল সাদা হাঙরের তোলপাড়, দেখুন ভিডিও
Updated By: Nov 2, 2017, 01:30 PM IST
সংবাদ সংস্থা : জলের নীচে তোলপাড় করে দিল হাঙর। তাও আবার বিশাল আকারের সাদা হাঙর। আর সেই সাদা হাঙরের কামড়ে ভেঙে গেল ক্যামেরা। সম্প্রতি উত্তর নিউ জিল্যান্ডের রাঙ্গিতাহুয়ার একটি দ্বীপে ধরা পড়ে ওই ছবি।
আরও পড়ুন : বিস্ফোরণের মাঝে নির্বিকার, হেঁটে যাচ্ছেন মডেল, দেখুন ভিডিও
ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পাবেন, সমুদ্রের নীচে রাখা একটি ক্যামেরার উপর আচমকাই হামলা চালায় বিশাল আকারের ওই সাদা হাঙরটি। একবার কিংবা দু’বার নয়, বার বার হাঙরের ধাক্কায় ভেঙে যায় ক্যামেরাটি। বিশাল আকারের ওই সাদা হাঙরের কীর্তি দেখে রীতিমত আশ্চর্য হয়ে যান বিজ্ঞানীরা। আর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
জানা যাচ্ছে, জলের নীচে যে সাদা রঙের হাঙরটি ক্যামেরায় ধরা পড়ে, ৩-৪ মিটার লম্বা তার আকার। দেখুন সেই ভিডিও..