ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তো খুব মেতে আছেন, জানেন কি, পাকিস্তানে কী হয়েছে!

আপনি তো ভ্যালেন্টাইন্স ডে-তে কী কী করবেন, তার পুরো পরিকল্পনা করেই ফেলেছেন। কিন্তু জানেন কি আপনার প্রতিবেশী দেশে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কী হয়েছে? শুনলে অবাকই হবেন। কারণ, রাহত ফতে আলি খানের দেশে ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে! অবশ্য সব জায়গাতে নয়। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলায় ভ্যালেন্টাইন্স ডে উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। পেশাওয়ারের কাছে কোহাট জেলার কর্তৃপক্ষ পুলিশকে নির্দেশ দিয়েছেন দোকানপাটে যেন ভ্যালেন্টাইন কার্ড এবং কোন রোমান্টিক জিনিসপত্র বিক্রি করা না হয়, তা নিশ্চিত করতে। হলই বা একটা জায়গায়। সেটাই বা হবে কেন!

Updated By: Feb 12, 2016, 04:47 PM IST
 ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তো খুব মেতে আছেন, জানেন কি, পাকিস্তানে কী হয়েছে!

ওয়েব ডেস্ক: আপনি তো ভ্যালেন্টাইন্স ডে-তে কী কী করবেন, তার পুরো পরিকল্পনা করেই ফেলেছেন। কিন্তু জানেন কি আপনার প্রতিবেশী দেশে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কী হয়েছে? শুনলে অবাকই হবেন। কারণ, রাহত ফতে আলি খানের দেশে ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে! অবশ্য সব জায়গাতে নয়। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলায় ভ্যালেন্টাইন্স ডে উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। পেশাওয়ারের কাছে কোহাট জেলার কর্তৃপক্ষ পুলিশকে নির্দেশ দিয়েছেন দোকানপাটে যেন ভ্যালেন্টাইন কার্ড এবং কোন রোমান্টিক জিনিসপত্র বিক্রি করা না হয়, তা নিশ্চিত করতে। হলই বা একটা জায়গায়। সেটাই বা হবে কেন!

কেন তারা এই পদক্ষেপ নিলেন এর কোন কারণ অবশ্য জেলা কর্তৃপক্ষ উল্লেখ করেননি।কট্টর ইসলামপন্থীরা কোহাট জেলার ক্ষমতায় আছে। এর আগে পাকিস্তানের কট্টর ইসলামপন্থীরা ভ্যালেনটাইন’স ডে পালনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিল এই বলে যে, এটি পাকিস্তানী সংস্কৃতির পরিপন্থী।

 

.