আকাশে এ কীসের খেলা! দেখুন ভিডিও
প্রবল বৃষ্টি, কড়াত্ কড়াত্ শব্দে বাজ পড়ছে। আর তার সঙ্গে বিদ্যুত চমকাচ্ছে। এ এক পরিচিত দৃশ্য। কিন্তু, আকাশে সেই বিদ্যুতের খেলা দেখতে ঠিক কেমন লাগে? অসামান্য এক ভিডিওতে ধরা দিল সেই ছবি।
ওয়েব ডেস্ক : প্রবল বৃষ্টি, কড়াত্ কড়াত্ শব্দে বাজ পড়ছে। আর তার সঙ্গে বিদ্যুত চমকাচ্ছে। এ এক পরিচিত দৃশ্য। কিন্তু, আকাশে সেই বিদ্যুতের খেলা দেখতে ঠিক কেমন লাগে? অসামান্য এক ভিডিওতে ধরা দিল সেই ছবি।
আন্তর্জাতিক মহাকাশ গবেষণাকেন্দ্র (ISS)-এর একজন মহাকাশচারী টিম পেক। ISS থেকে বিদ্যুত চমকানোর ভিডিওটি তুলেছেন তিনি নিজেই। ভিডিওটি তোলা হয়েছে উত্তর আফ্রিকার উপর ও তুরস্ক থেকে রাশিয়া যাওয়ার সময়।
ভিডিওটির দৈর্ঘ্য বেশি নয়। মাত্র ৩৪ সেকেন্ড। টুইটারে ভিডিওটি শেয়ার করে টিম পেক লিখেছেন, “অবাক কাণ্ড! এত কম সময়ে আমাদের পৃথিবীতে কী করে এত বিদ্যুত্ চমকাতে পারে!”
ভিডিওটি টুইটারে শেয়ার করার সঙ্গে সঙ্গেই একের পর এক লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা। এবার আপনিও দেখুন সেই ভিডিওটি-
Amazing how much lightning can strike our planet in a short time #Principia #timelapsehttps://t.co/XijV5E1pI0
— Tim Peake (@astro_timpeake) February 9, 2016