ফুল ফুটুক, নাই বা ফুটুক, আজই প্রেমবসন্ত

Updated By: Feb 14, 2015, 08:53 PM IST
ফুল ফুটুক, নাই বা ফুটুক, আজই প্রেমবসন্ত

হয়নি বলা যে কথা
বলেই দেব অদ্য
তোমার চোখের নীল তারাটায়
আমার প্রেমের পদ্য।

প্রেমের দিবসে গোটা বিশ্ব আজ প্রেমের বন্ধনে আবদ্ধ। প্রেম প্রেম খেলা আর বসন্ত বিলাপের উষ্ণতায়, কলকাতা গাইছে "ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই/বিদ্রোহ আর চুমুর

দিব্যি শুধু তোমাকেই চাই'।
প্রেমোন্মাদ পৃথিবীতে আজ কোথাও বিদ্রোহ আর কোথাও খোলা আকাশে উড়ো চিঠি।    

জাপান। প্রতিবাদ জানিয়েছে, প্রকাশ্য প্রেম চুম্বন আসলে সন্ত্রাস। প্রতিবাদীরা নাম রেখেছেন, "প্যাশন-বেসড-ক্যাপিটালিজম'।
 
চীন। বেজিং শহরে প্রেম দিবসে অর্থ দিলেই পাওয়া যায় প্রেমিকা। অচেনা প্রেমিক অর্থ দিয়ে কিনবেন অচেনা প্রেমিকা। ১৯-২০ বলছে, এটা একধরনের আনন্দ আর অর্থ উপার্জনের পথ।   

ভারত। দিল্লিতে দিল দেওয়া নেওয়া একটু ঝুকিপূর্ন। রাস্তায় চুমু কিংবা ফেসবুকে প্রেম প্রস্তাব, অথবা সাদা গোলাপ হাতে ধরা পরলেই পাকাপাকিভাবে বিয়ে করিয়ে দেওয়া হবে প্রেমিক প্রেমিকাকে।

হিন্দুত্ববাদের এই ফতোয়ায়  শিটিয়ে বসন্তের প্রেম পাখিরা। অখিল ভারত হিন্দু মহাসভার নেতৃত্বেই চলছে ধর পাকর।     

ব্যাংকক। প্রেমদিবস মানে যৌনতার দিবস। দক্ষিণপূর্ব এশিয়ার  থাইল্যান্ড, যেখানে অল্পবয়সী যুবতীদের গর্ভবতি হওয়ার ঘটনা সবথেকে বেশি। থাইল্যান্ডে গর্ভবতি বেশির ভাগ যুবতী HIV এর

শিকার।

টোকিও বাসীরা প্রেম দিবসে নিজেদেরকে আবদ্ধ রেখেছেন রেস্তোরা আর গোলাপ বিনিময়ে। সঙ্গে রয়েছে বাক্স বন্দী উপহার আর চকোলেটের ঝোলা।

.