#UseYourCommonSenseDay-আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করার দিন
আজ ৪ নভেম্বর। রোজকার দিনের মতোই আজও একটা বিশেষ দিন, যা বিশ্বের নানা প্রান্তে পালন করা হয়। তবে, আজকের দিনটা বিশেষ করে আমেরিকাতেই পালন করা হয় বেশি।
Updated By: Nov 4, 2015, 05:21 PM IST
ওয়েব ডেস্ক: আজ ৪ নভেম্বর। রোজকার দিনের মতোই আজও একটা বিশেষ দিন, যা বিশ্বের নানা প্রান্তে পালন করা হয়। তবে, আজকের দিনটা বিশেষ করে আমেরিকাতেই পালন করা হয় বেশি।
এর বড় কারণ, যাঁর জন্য এই বিশেষ দিনটি পালন করা হয়, তিনি একজন আমেরিকান। আর ভদ্রলোকের নাম, উইল রজার্স। তিনি একজন অভিনেতা ছিলেন। ভদ্রলোক জন্মেছিলেন ১৮৭৯ সালের আজকের দিনটাতেই। আর নিজের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে তিনিই চালু করেছিলেন এই বিশেষ দিন।
ভাবছেন তো কী সেই দিন? এবার তাহলে বলেই দেওয়া যাক। হ্যাঁ, ৪ নভেম্বর দিনটাকে পালন করা হয়, ‘’ইউজ ইয়োর কমোন সেন্স ডে’’ হিসেবে!