পাকিস্তান না শুধরালে যে কোনও পদক্ষেপ করার হুঁশিয়ারি আমেরিকার
ওয়েব ডেস্ক: পাকিস্তান নিজের ব্যবহার শুধরে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে 'যে কোনও রকম পদক্ষেপ' করতে প্রস্তুত প্রেসিডেন্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই ভাষাতেই ইসলামাবাদকে কার্যত চরমবার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া ও ন্যাটো বহির্ভূত সহযোগী দেশের তকমাও পাকিস্তানের থেকে কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
উল্লেখ্য, সন্ত্রাসে মদত দেওয়ার পাকিস্তানি ঐতিহ্যকে নিন্দা করে মার্কিন কংগ্রেস। এরপরই পাকিস্তান সরকারিভাবে জানিয়ে দেয়, আমেরিকার এই মতামতকে তারা মোটেই গ্রহণ করছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পাকিস্তান আমেরিকার থেকে কোটি কোটি ডলারও নেবে, আবার সন্ত্রাসবাদীদের লালন-পালন করে আমেরিকাকেই আঘাত করবে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাই তাঁর সাফ কথা, যেকোন একটি পথ বেছে নিক তারা। কিন্তু এরপরও পাকিস্তানের তরফে সতর্কতা দেখা যায়নি, বরং অগ্রাহ্যের মনোভাবই প্রকাশ পেয়েছে।