এয়ার ইন্ডিয়া`কে ৮০,০০০ ডলার জরিমানা করল আমেরিকা

প্রবল আর্থিক ক্ষতির জেরে ইতিমধ্যেই ধুঁকছে এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থাটির সঙ্কটে নবসংযোজন, মার্কিন পরিবহণ দফতরের জরিমানা। সংস্থার ওয়েবসাইটে যাত্রী পরিষেবা, ভাড়া, বিমান বাতিল সংক্রান্ত পর্যাপ্ত তথ্য যাত্রীদের না জানানোর অভিযোগে এয়ার ইন্ডিয়া`কে ৮০,০০০ ডলার জরিমানা করল মার্কিন পরিবহণ দফতর।

Updated By: May 4, 2012, 04:26 PM IST

প্রবল আর্থিক ক্ষতির জেরে ইতিমধ্যেই ধুঁকছে এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থাটির সঙ্কটে নবসংযোজন, মার্কিন পরিবহণ দফতরের জরিমানা। সংস্থার ওয়েবসাইটে যাত্রী পরিষেবা, ভাড়া, বিমান বাতিল সংক্রান্ত পর্যাপ্ত তথ্য যাত্রীদের না জানানোর অভিযোগে এয়ার ইন্ডিয়া`কে ৮০,০০০ ডলার জরিমানা করল মার্কিন পরিবহণ দফতর।
মার্কিন পরিবহণ দফতরের সচিব রে লা হুড জানিয়েছেন, তাদের নতুন বিমান পরিষেবা আইন অনুযায়ী, যে কোনও অসামরিক বিমান পরিষেবা সংস্থাকে তাদের প্রত্যেকটি বিমানের নির্ধারিত সূচি, বিমান বাতিল, ভাড়া-সহ যাবতীয় তথ্য যাত্রীদের জানাতেই হবে। না হলে সেই সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নতুন আইন মোতাবেকই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ৮০,০০০ ডলার ধার্য করা হয়েছে।

.