মোদীর কূটনৈতিক সাফল্য, দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্রিটেন সরকার

Updated By: Sep 13, 2017, 06:27 PM IST
মোদীর কূটনৈতিক সাফল্য, দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্রিটেন সরকার

ওয়েব ডেস্ক: ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মূলচক্রী দাউদ ইব্রাহিমের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্রিটেন সরকার। ব্রিটেনে দাউদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এটা নরেন্দ্র মোদীর কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। ২০১৫ সালে ব্রিটেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে দাউদের সম্পত্তি সংক্রান্ত নথি তুলে দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংয়ের কথায়, "আমরা দাউদ নিয়ে বেশি কিছু বলতে চাই না। কিছু ঘটনা তো ঘটছেই। বিড়ালকে ঝুলি থেকে বেরোতে দেব না।" 

বার্মিংহাম মেইলের প্রতিবেদনের দাবি, ওয়ারউইকশায়ার দাউদের একটি হোটেল রয়েছে। এছাড়াও মিডল্যান্ডে বেশ কয়েকটি আবাসনের মালিক কুখ্যাত ডন। ব্রিটেন সরকারের কোষাধ্যক্ষ দফতর একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে নাম রয়েছে দাউদ ইব্রাহিমের। তবে পাকিস্তানের তিনটি ঠিকানা দেওয়া আছে। ব্রিটেনের সরকারি খাতায় দাউদের ঠিকানা- হাউস নং ৩৭, ৩০ নম্বর স্ট্রিট- ডিফেন্স হাউসিং অথরিটি, করাচি; নুরাবাদ, করাচি এবং হোয়াইট হাউস, সৌদি মসজিদ, ক্লিফটন, করাচি।

১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মূল অভি‌যুক্ত দাউদ ইব্রাহিম। ওই ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৭০০ জনেরও বেশি। তারপর থেকেই দেশছাড়া দাউদ। পড়শি দেশে আশ্রয় নিয়েছে সে। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফ ইঙ্গিত দিয়েছিলেন, করাচিতে লুকিয়ে রয়েছেন দাউদ।

আরও পড়ুন, দাউদ ইব্রাহিম কি করাচিতে, প্রাক্তন পাক প্রেসিডেন্ট মুশারফের কথায় মিলল ইঙ্গিত

.