ভয়াবহ camp 7 অবশেষে বন্ধ করল US
বাইডেন চিরতরে বন্ধ করে দিতে চান এই সংশোধনাগার।
নিজস্ব প্রতিবেদন: ছিল বহু বিতর্ক। ছিল অভিযোগ। এতদিন কানে তোলেনি মার্কিন সরকার। কিন্তু এবার শুনল। বাইডেন প্রশাসন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল। বন্ধ করে দিল গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প। ওই শিবিরের সমস্ত বন্দিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
Guantanamo Bay detention center-য়ে কুখ্যাত সন্ত্রাসবাদীদের রাখা হত। বন্দিদের (prisoners) উপর চালানো হত অকথ্য অত্যাচার। প্রথম প্রথম এই খবর চাপা ছিল। সংবাদমাধ্যমকে আসলে ঘেঁষতে দেওয়া হত না এর ত্রিসীমানার মধ্যে।
আরও পড়ুন: Indonesia এবং East Timor-য়ে বন্যা-ভূমিধসের জেরে মৃত্যু ৯০, নিখোঁজ ১২
কিন্তু ক্রমে তা ছড়িয়ে পড়ে। আর চেপে রাখা যায় না। তখনই নানা দিকে থেকে মার্কিন (US) প্রশাসনের উপর চাপ আসতে থাকে, যাতে মানবাধিকার ক্ষুণ্ণ করা এহেন একটি বন্দিশিবির বন্ধ করে দেওয়া হয়।
রবিবার মার্কিন সূত্রে জানানো হয়েছে, Camp 7-য়ে এই মুহূর্তে ৪০ জন বন্দি ছিল। এর মধ্যে ১১ জন যুদ্ধাপরাধী। এছাড়াও ৯/১১-কাণ্ডে জড়িত বন্দি রয়েছে আরও পাঁচ। এদের সকলকেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কারাগারের অন্য ক্যাম্পে। ট্রাম্প-আমলে এই ক্যাম্প তুলে দেওয়ার কথা হয়েছিল। তবে তা কার্যকর হল বাইডেন-আমলে (Joe Biden)।
আরও পড়ুন: জাহাজের সঙ্গে ধাক্কায় লঞ্চডুবি বাংলাদেশে, মৃত্যু ২৬