দক্ষিণ কোরিয়ার আকাশে মুখোমুখি ধাক্কা! দুই যুদ্ধ বিমানের সংঘর্ষে মৃত ৪ পাইলট
এক কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি হেলিকপ্টার, ২০টি গাড়ি এবং কয়েক ডজন জরুরি পরিষেবার কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার প্রশিক্ষণ চলাকালীন দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর দুটি বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। দক্ষিন কোরিয়ার বিমান বাহিনীর তরফে এই খবর জানানো হয়েছে।
দুটি কেটি-১ প্রশিক্ষক বিমানের মধ্যে সংঘর্ষের পরে রাজধানী সিওল থেকে ৩০০ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব অঞ্চলের শহর সাচিওনের একটি পাহাড়ে ভেঙে পরে বিমান দুটি। তিন জনকে মৃত এবং একজন আহত অবস্থায় পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
এক কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি হেলিকপ্টার, ২০টি গাড়ি এবং কয়েক ডজন জরুরি পরিষেবার কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি, ঢাকায় শেষ হল সেমিনার
দেশের বিমান বাহিনী সংঘর্ষের খবরটি নিশ্চিত করেছে। তবে বিমান বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে যে তারা হতাহতের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে। রিপোর্টে বলা হয়েছে যে, কেটি-১০০ এয়ারক্রাফটটি দুই আসনের বিমান।
এর আগে জানুয়ারি মাসে একটি F-5 বিমান ভেঙে পরে এক পাইলটের মৃত্যু হয়। কোরীয় উপদ্বীপ অঞ্চল বহুদিন ধরেই যুদ্ধের অবস্থায় রয়েছে। ১৯৫৩ সালে দুই কোরিয়ার সংঘাতের অবসান ঘটানো যুদ্ধবিরতির পরে এখনও কোনও শান্তি চুক্তি স্থাপন করা সম্ভব হয়নি।