Spain: আগুনের গ্রাসে শহরের পর শহর, জ্বলে-পুড়ে খাক ১১ হাজার হেক্টর জমি...

La Palma wildfire in Spain: শনিবার সকালে আগুন লাগে। সেখান থেকেই একের পর এক শহর, জঙ্গল চলে যায় আগুনের গ্রাসে। কয়েক সপ্তাহ ধরেই তাপপ্রবাহ চলছিল। উষ্ণ আবহাওয়া ও দমকা হাওয়ার জেরে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় মন্ত্রী জানান, খুব অল্প সময়ের মধ্যেই আগুন বিশ্রী ভাবে ছড়িয়ে পড়ে চারিদিকে।

Updated By: Jul 16, 2023, 01:45 PM IST
Spain: আগুনের গ্রাসে শহরের পর শহর, জ্বলে-পুড়ে খাক ১১ হাজার হেক্টর জমি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাবানলের গ্রাসে চলে গিয়েছে ১১০০০ একর জমি! পুড়ে ছাই শহর! কিন্তু আগুনের অবস্থা এমন যে, এখনও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই ভয়ংকর এই লেলিহান শিখা থেকে বাঁচাতে ক্য়ানারি আইল্যান্ডের (Canary Island) লা পালমা থেকে দ্রুত সরানো হল প্রায় আড়াই হাজারেরও বেশি মানুষকে। স্পেনের (Spain) প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৩০০-রও বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন।

আরও পড়ুন: UN Report: বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ কেন দরিদ্র? তথ্য দিয়ে ব্যাখ্যা করে জানিয়ে দিল রাষ্ট্রসংঘ...

জলবায়ু পরিবর্তনের কারণে ইদানীং বিশ্ব জুড়েই নানা কিছু ঘটছে। বৃষ্টিপাত কম হচ্ছে, নানা জায়গায় চলছে তাপপ্রবাহ। সার্বিক পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে সংশ্লিষ্ট মহলে। তথ্য বলছে, গত বছর স্পেনে প্রায় ৫০০-রও বেশি দাবানলের ঘটনা ঘটেছিল। ৩ লক্ষ হেক্টরেরও বেশি জমি নষ্ট হয়ে গিয়েছিল। এ বছরে এখনও পর্যন্ত ৬৬ হাজার হেক্টর জমি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যানারি আইল্যান্ডের প্রেসিডেন্ট ফারনান্দো ক্লাভিজো জানান, শনিবার সকালে পুনটাগোরডা জেলায় আগুন লাগে। সেখান থেকেই একের পর এক শহর, জঙ্গল চলে যায় আগুনের গ্রাসে। গত কয়েক সপ্তাহ ধরেই তাপপ্রবাহ চলছিল। উষ্ণ আবহাওয়া ও দমকা হাওয়ার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় পর্যটনমন্ত্রী হেক্টর গোমেজ জানান, খুব অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে।

আরও পড়ুন: Heat Wave Across Europe: প্রবল তাপপ্রবাহে পুড়ছে দেশ, শহরের পর শহর জুড়ে জারি 'রেড অ্যালার্ট'...

লা পালমা স্থানীয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্পেন থেকে দমকল বাহিনী পাঠানো হয়েছে। আগুন নেভাতে বিমানের মাধ্যমেও আকাশপথেও জল দেওয়া হচ্ছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। আড়াই হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এখনও সমস্ত শহর ফাঁকা করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। আগুনের গ্রাসে চলে গিয়েছে ১১ হাজার একরেরও বেশি জমি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.