জোড়া বিস্ফোরণ ফিলিপিন্সের গির্জায়, মৃত কমপক্ষে ১৭
ফিলিপিন্সের নিরাপত্তারক্ষীর মুখপাত্র এদগার্দ আরেভালো জানান, কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা
নিজস্ব প্রতিবেদন: ফিলিপিন্সের গির্জায় জোড়া বিস্ফোরণ। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জন। আহত শতাধিক বলে জানা যাচ্ছে। দক্ষিণ ফিলিপিন্সের মিনদানো এলাকায় জোলো ক্যাথোলিক গির্জায় বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা।
ফিলিপিন্সের নিরাপত্তারক্ষী বাহিনীর তরফে জানানো হয়, প্রথম বিস্ফোরণ হওয়ার পর নিরাপত্তারক্ষীরা গির্জা দিকে ছুটে গেলে তাদের উপর বোম ছোড়ে দুষ্কৃতীরা। আহত হন বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী।
আরও পড়ুন- ব্রাজিলে ভয়াবহ দুর্ঘটনা; বাঁধ ভেঙে মৃত ৫০, কাদামাটির তলায় আটকে ৩০০ শ্রমিক
ফিলিপিন্সের নিরাপত্তারক্ষীর মুখপাত্র এদগার্দ আরেভালো জানান, কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে নিকবর্তী হাসপাতালে।
প্রতিরক্ষা সচিব ডেলফিন রলেনজ়ানা ঘটনার নিন্দা করে বলেন, উচ্চ পর্যায়ে তদন্ত চালানো হবে। সে দেশের ধর্মীয় স্থানগুলিকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। লোরেনজ়ানা বলেন, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে সরকার।