ভূমধ্যসাগরে ভেঙে যাওয়া নৌকা থেকে উদ্ধার ২৬৭ জন শরণার্থী

শরণার্থীরা লিবিয়া থেকে ইউরোপের দিকে যাচ্ছিলেন।

Updated By: Jun 26, 2021, 02:09 PM IST
ভূমধ্যসাগরে ভেঙে যাওয়া নৌকা থেকে উদ্ধার ২৬৭ জন শরণার্থী

নিজস্ব প্রতিবেদন: লিবিয়া থেকে ইউরোপের দিকে যাচ্ছিলেন শরণার্থীরা। নৌকা ভেঙে যাওয়ায় মাঝসমুদ্রে আটকে পড়েছিলেন। উদ্ধার করল তিউনিশিয়ার উপকূলরক্ষী বাহিনী। 

ভূমধ্যসাগরে একটি নৌকা থেকে ২৬৭ জন শরণার্থীকে (migrants) উদ্ধার করল তিউনিশিয়ার উপকূলরক্ষী বাহিনী। তাঁদের মধ্যে ২৬৪ জনই বাংলাদেশি (Bangladeshi)। তিন জন মিশরেরে (Egypt)। International Organization for Migration জানিয়েছে, শরণার্থীরা লিবিয়া  (Libya) থেকে ইউরোপের দিকে যাচ্ছিলেন। 

আরও পড়ুন: আজব কাণ্ড! মমির হল CT Scan, ইতিহাসে বিরল

উদ্ধারের পরে তিউনিশিয়ার এক বন্দরে শরণার্থীদের নিয়ে আসে তিউনিশিয়ার উপকূলরক্ষী বাহিনী। তখনই তাঁদের IOM-এর হাতে তুলে দেওয়া হয়। আপাতত হোটেলে quarantine-য়ে রাখা হয়েছে শরণার্থীদের।

UN refugee agency-র হিসেব অনুযায়ী, ভূমধ্যসাগর পার হতে গিয়ে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬০ জনের।

আইওএম জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অন্তত ১১ হাজার শরণার্থী লিবিয়া ছেড়ে ইউরোপের দিকে রওনা হয়েছেন। চলতি বছর জানুয়ারি পর্যন্ত তাঁদের বহুজনই তিউনিশিয়ায় (Tunisia) আটকে পড়েন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: 'গরিব দেশগুলিতে টিকা পাঠান', উন্নত বিশ্বের কাছে আবেদন WHO-র

.