তীব্র ভূমিকম্প জাপানে, জারি সুনামি সতর্কতা

তীব্র ভূমিকম্পের পর আবার সুনামি সতর্কতা জারি করা হল জাপানে। আজ জাপানের পুর্ব উপকূলে ৭.৩ তীব্রতায় কম্পন অনুভূত হয়। কামিয়াশির ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার নিচে ভূকম্পের উৎসস্থল ছিল বলে মনে করছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা।

Updated By: Dec 7, 2012, 03:05 PM IST

তীব্র ভূমিকম্পের পর আবার সুনামি সতর্কতা জারি করা হল জাপানে। আজ জাপানের পুর্ব উপকূলে ৭.৩ তীব্রতায় কম্পন অনুভূত হয়। কামিয়াশির ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার নিচে ভূকম্পের উৎসস্থল ছিল বলে মনে করছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা।
রাজধানী টোকিওতেও কম্পন অনুভূত হয়েছে।
কম্পনের পরেই মিয়াগি অঞ্চলে সুনামি সতর্কতা জারি হয়েছে।
২০১১-তে এই অঞ্চলেই ধ্বংসাত্মক ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক প্রাণহানি হয়।

.