ডাস্টবিন হাতরিয়ে মিলিয়ন ডলার প্রাপ্তি

একেই বলে ভাগ্য! যথার্থ অর্থেই `ছাই উড়িয়ে অমূল্য রতন` খুঁজে পেলেন ম্যাসাচুসেটসের এক দম্পতি। ডাস্টবিন হাতরিয়ে খুঁজে পেলেন ১মিলিয়ন ডলারের লটারির টিকিট।
উত্তর অ্যাটালবরোর জোসেফ আর জোয়ান্নে জাগামি মুদির বাজার করতে করতে খেয়াল বশতই পাঁচ ডলার খসিয়ে কিনে ফেলেছিলেন একটা লটারির টিকিট। টিকিটটিকে একটা বাজারের ব্যাগে পুরে বাড়ি ফিরে আসেন এই দম্পতি।
এরপর দু`জনেই বেমালুম ভুলে যান টিকিটটার কথা। পরের দিন জোসেফ তাঁর স্ত্রীকে টিকিটটার কথা জিজ্ঞাসা করলে হুঁশ ফেরে দু`জনের। বহু খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত বাড়ির ডাস্টবিন হাতরিয়ে বাতিল করা বাজারের ব্যাগের মধ্যে উদ্ধার হয় টিকিটটা।
সেই টিকিট স্ক্র্যাচ করেই মিলল মিলিয়ন টাকার সন্ধান। বুধবার জাগামি দম্পতি তাঁদের টাকা দাবি করেছেন ম্যাসাচুসেটস লটারি কমিশনের কাছে।
করের টাকা বাদ দিয়ে জাগামিদের পকেটে এখন করকরে ৬ লক্ষ ৫০ হাজার ডলার। সব ধার মিটিয়ে এই টাকায় জাগামি দম্পতি এখন লম্বা ছুটির স্বপ্নে বিভোর।

English Title: 
Trash to treasure: Couple dig $1 million winning lottery ticket out of garbage
Home Title: 

ডাস্টবিন হাতরিয়ে মিলিয়ন ডলার প্রাপ্তি

No
14929
Is Blog?: 
No