বিশ্বমঞ্চে চিনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত দেখিয়েছেন মোদী, মত মার্কিন বিশেষজ্ঞের

চিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত দেখিয়েছেন শুধুমাত্র নরেন্দ্র মোদী। এমনটাই মত মার্কিন চিন বিষয়ক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের।      

Updated By: Nov 18, 2017, 04:13 PM IST
বিশ্বমঞ্চে চিনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত দেখিয়েছেন মোদী, মত মার্কিন বিশেষজ্ঞের

নিজস্ব প্রতিবেদন: চিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত দেখিয়েছেন শুধুমাত্র নরেন্দ্র মোদী। এমনটাই মত মার্কিন চিন বিষয়ক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের।      

মার্কিন কংগ্রেসে হাডসন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ মাইকেল ফিলসবেরি বলেন, চিনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড' প্রকল্পের বিরুদ্ধে সুর চড়িয়েছেন নরেন্দ্র মোদী ও তাঁর সরকার। ওই প্রকল্প ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ নয়া দিল্লির। কিন্তু, পাঁচ বছর ধরে এনিয়ে একটাও কথা বলেনি মার্কিন যুক্তরাষ্ট্র।  

আরও পড়ুন- গুজরাট নির্বাচনের আগে আরও একটা লাড্ডু মোদীর হাতে

দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্পের নয়া কৌশলের প্রশংসাও করেছেন ফিলসবারি। তাঁর কথায়, ''ভারতীয়রা এখন ঠাট্টার ছলে বলছেন, ভারত মহাসাগরকে ভারতের অংশ করতে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের যুদ্ধের সরঞ্জাম কেনার চুক্তি হয়েছে। তার মধ্যে রয়েছে পিএ বিমানও। শত্রুপক্ষের জাহাজকে মুহূর্তে সলিল সমাধিতে পাঠিয়ে দিতে সক্ষম ওই বিমান। এছাড়াও এমন যন্ত্রপাতিও তাদের হাতে আছে, যাতে নয়া দিল্লিতে বসেই ভারত মহাসাগরের উপরে নজরদারি চালাচ্ছে ভারত।''       

ফিলসবারি আরও বলেন, ''ভারতের কর্মকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে চটে রয়েছে চিন। ওবামার জমানাতেই ভারতকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছিল। যা একেবারেই না-পসন্দ বেজিংয়ের।''

.