পাকিস্তানে এখন দারুণ জনপ্রিয় ভারতের এই রাজনৈতিক নেতা!
উরি হামলার পর থেকেই ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। পাক অধিকৃত কাশ্মীরে ভারত সার্জিক্যাল স্ট্রাইকের কথা জানানোর পর পাকিস্তানের দিক থেকে উড়ে এসেছে একের পর এক হুমকি। কিন্তু এত ভারত বিরোধিতার মাঝেই একজন এখন সেদেশে দারুণ জনপ্রিয়। ভারতের এই রাজনৈতিক নেতার সমর্থনে রীতিমত 'ঝড়' উঠেছে পাকিস্তানে।
ওয়েব ডেস্ক : উরি হামলার পর থেকেই ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। পাক অধিকৃত কাশ্মীরে ভারত সার্জিক্যাল স্ট্রাইকের কথা জানানোর পর পাকিস্তানের দিক থেকে উড়ে এসেছে একের পর এক হুমকি। কিন্তু এত ভারত বিরোধিতার মাঝেই একজন এখন সেদেশে দারুণ জনপ্রিয়। ভারতের এই রাজনৈতিক নেতার সমর্থনে রীতিমত 'ঝড়' উঠেছে পাকিস্তানে।
#PakStandsWithKejriwal...এভাবেই কেজরিওয়ালের সমর্থনে উপছে পড়েছে টুইটার। সেইসঙ্গে তীব্র শ্লেষ নরেন্দ্র মোদীকে। ভারত সার্জিক্যাল স্ট্রাইকের কথা জানানোর পর তার প্রমাণের দাবি করেন কেজরিওয়াল। আদৌ ভারতীয় সেনা কোনও সার্জিক্যাল স্ট্রাইক করেছে কি না, সে বিষয়ে মোদী সরকার দেশবাসীর কাছে প্রমাণ দিক বলে দাবি জানান তিনি। এরপরই ভারতে কেজরিওয়ালকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু দুর্দিনে 'শত্রুর শত্রু'-র পাশে দাঁড়ায় পাকিস্তান,
#PakStandsWithKejriwal
These indians are nothing but , in fact , a fake nation in actuality and in reality .@htTweets @Sanjay_Dixit
— NeetuShah (@natashasayal) October 6, 2016
#PakStandsWithKejriwal
Very few sane voices left in #India, good people are being forced to keep quiet or be ostracised by the #Modi govt.— Sabena Siddiqi (@sabena_siddiqi) October 6, 2016
Questioning is their right and you can't silence them for that. This is not a crime. Face it #PakStandsWithKejriwal pic.twitter.com/v9Rb5z1jZa
— M H T (@HanzalaOfficial) October 6, 2016
He showed some guts and asked @narendramodi for #SurgicalStrike proofs. His life is in Danger#PakStandsWithKejriwal pic.twitter.com/SCef7CMlVF
— بھیجہ فـــــــــرائی (@BhaijaFry) October 6, 2016
#PakStandsWithKejriwal Indian politicians are angry at Kejriwal because he wants peace & they hate it pic.twitter.com/Wkeo9zhZjS
— Farhan Khan Virk (@FarhanKVirk) October 6, 2016