পর্নসাইটের বিরুদ্ধে তদন্ত এবং সাজার ব্যবস্থা শুরু করল এই দেশ!

ইন্টারনেটের দৌলতে আজ দুনিয়া আমাদের হাতের মধ্যে। সারা বিশ্বে কোথায় কী হচ্ছে তা এখন আমরা এক মুহূর্তের মধ্যে জানতে পেরে যাই। তাই ইন্টারনেট আমাদের কাছে এখন অপরিহার্য একটা মাধ্যম। কিন্তু এই ইন্টারনেটেকে ব্যবহার করেই আবার খারাপ কাজও চলছে। যতেচ্ছ ব্যবহার চলছে ইন্টারনেটের। সমীক্ষায় দেখা গিয়েছে, ইন্টারনেটে অন্যান্য সাইটের তুলনায় পর্ন সাইট বেশি দেখা হয়। তাই এবার পর্নগ্রাফি সাইট বন্ধ করার বিরুদ্ধে সোচ্চার হল চিন।

Updated By: Apr 30, 2016, 07:38 PM IST
পর্নসাইটের বিরুদ্ধে তদন্ত এবং সাজার ব্যবস্থা শুরু করল এই দেশ!

ওয়েব ডেস্ক: ইন্টারনেটের দৌলতে আজ দুনিয়া আমাদের হাতের মধ্যে। সারা বিশ্বে কোথায় কী হচ্ছে তা এখন আমরা এক মুহূর্তের মধ্যে জানতে পেরে যাই। তাই ইন্টারনেট আমাদের কাছে এখন অপরিহার্য একটা মাধ্যম। কিন্তু এই ইন্টারনেটেকে ব্যবহার করেই আবার খারাপ কাজও চলছে। যতেচ্ছ ব্যবহার চলছে ইন্টারনেটের। সমীক্ষায় দেখা গিয়েছে, ইন্টারনেটে অন্যান্য সাইটের তুলনায় পর্ন সাইট বেশি দেখা হয়। তাই এবার পর্নগ্রাফি সাইট বন্ধ করার বিরুদ্ধে সোচ্চার হল চিন।

জানা গিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীদের পর্নমুক্ত সাইট প্রদানের জন্য কড়া ব্যবস্থা নিচ্ছে চিন। তাই একাধিক পর্নসাইটকে তদন্তের মধ্যে রেখেছে তারা।

.