Bangladesh Student Death: খুশির আমেজ নিমেষেই শেষ! পরপর মৃতদেহ, নিহত টেকনোলজি ইউনিভার্সিটির পড়ুয়ারা...

Bangladesh Student Death: নিহতরা হলেন, গাজীপুরের ইসলামিক অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। দেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে জানায় চিকিৎসকেরা। 

Updated By: Nov 23, 2024, 02:38 PM IST
Bangladesh Student Death: খুশির আমেজ নিমেষেই শেষ! পরপর মৃতদেহ, নিহত টেকনোলজি ইউনিভার্সিটির পড়ুয়ারা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিদ্যুতের তারের স্পর্শে মৃত্যু হল তিন পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাজীপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার গাজীপুরের শ্রীপুরে সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে ঘটে ঘটনাটি। জানা গিয়েছে পিকনিকের বাসে ইলেকট্রিকের পোলের তার পিকনিকের বাসে স্পর্শ করে তার ফলেই ঘটে যায় এই বিপত্তি। 

আরও পড়ুন: Pori Moni: নতুন প্রেমের ঘোষণার পরেই দুঃসংবাদ! প্রয়াত পরীমণির প্রাক্তন স্বামী...

নিহতরা হলেন, গাজীপুরের ইসলামিক অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। দেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে জানায় চিকিৎসকেরা। 

হাসপাতাল তরফ থেকে জানানো হয়, 'মৃত অবস্থায়তেই তিনজনকে আনা হয়েছিল। যদিও ঘটনায় এখনও পর্যন্ত আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।' এদিন সকালে ইসলামিক ইউনিভাসিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ডাবল ডেকার বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে রওনা হন। বাসগুলি গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে বিআরটিসির ডাবল ডেকার বাসটি বাজারের উপর ইলেকট্রিক পোলের তারে স্পর্শ হয়। ওই বাসে কমপক্ষে ৬০-৭০ জন শিক্ষার্থী ছিলেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.