পেশওয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা, ফিরল ২০১৪-র আতঙ্ক
বোরখা পরে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকে জঙ্গিরা। ক্যাম্পাসে ঢুকেই গুলি চালাতে শুরু করে হামলাকারীর দল।
নিজস্ব প্রতিবেদন : ফের জঙ্গিহামলা পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে। পেশওয়ারের কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা দায় স্বীকার করেছে পাক-তালিবান জঙ্গিগোষ্ঠী। হামলার জেরে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বোরখা পরে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকে জঙ্গিরা। ক্যাম্পাসে ঢুকেই গুলি চালাতে শুরু করে হামলাকারীর দল। সঙ্গে সঙ্গে জবাব দেয় নিরাপত্তারক্ষা বাহিনী। পেশওয়ার পুলিশ প্রধান জানিয়েছেন, গোটা ক্যাম্পাস চত্বর ঘিরে রেখেছে পুলিস ও সেনা। ক্যাম্পাসের মধ্যে বিস্ফোরণের আওয়াজও শোনা যায়।
Dramatic footage of the attack currently underway by unidentified armed men on Peshawar's Agriculture Training Institute -- at least 11 reported injured so far pic.twitter.com/HI3QaHjVba
— omar r quraishi (@omar_quraishi) December 1, 2017
আরও পড়ুন, চাপের মুখে নতিস্বীকার পাকিস্তানের, ফের গ্রেফতার হাফিজ সইদ
কৃষি বিশ্ববিদ্যালয়ের হামলা ফের একবার উসকে দিল পেশওয়ার সেনা স্কুলে জঙ্গি হামলার ভয়াবহ স্মৃতি। ২০১৪-র ডিসেম্বরে পাকিস্তানের সেনা স্কুলে হামলা চালিয়েছিল তালিবান জঙ্গিরা। প্রাণ হারিয়েছিল কমপক্ষে ১৩৪ জন শিশু।