ডাক্তারের পোশাকে কাবুলের সেনা হাসপাতালে জঙ্গি হানা, মৃত কমপক্ষে ৩০
আবারও জঙ্গি নিশানায় আফগানিস্থানের রাজধানী শহর। মার্কিন দূতাবাসের কাছে, কাবুলের মিলিটারি হাসপাতালে ঢুকে পড়ে পাঁচ জঙ্গি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ডাক্তারের পোশাকে হাসপাতালে ঢোকে তারা।
Updated By: Mar 8, 2017, 07:31 PM IST
ওয়েব ডেস্ক : আবারও জঙ্গি নিশানায় আফগানিস্থানের রাজধানী শহর। মার্কিন দূতাবাসের কাছে, কাবুলের মিলিটারি হাসপাতালে ঢুকে পড়ে পাঁচ জঙ্গি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ডাক্তারের পোশাকে হাসপাতালে ঢোকে তারা।
প্রথমে মূল গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। পরে গুলি ছুড়তে ছুড়তে বাকিরা ঢুকে পড়ে হাসপাতালের ভিতর। শেষ পাওয়া খবর অনুয়ায়ী, জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০ জন। আহত বহু। গত ১ মার্চও জঙ্গি হাবার কবলে পড়ে কাবুল। প্রাণ হারান কমপক্ষে ১৫ জন।
আরও পড়ুন, লখনউতে ISIS হানার পর এবার পশ্চিমবঙ্গকে সতর্ক করল রেল