Alarming! আফগানিস্তানের রাস্তায় Taliban 'স্পেশ্যাল ফোর্স'-এর শক্তি প্রদর্শন, প্রকাশ্যে Video

এ কী কাণ্ড!

Updated By: Aug 20, 2021, 03:00 PM IST
Alarming! আফগানিস্তানের রাস্তায় Taliban 'স্পেশ্যাল ফোর্স'-এর শক্তি প্রদর্শন, প্রকাশ্যে Video

নিজস্ব প্রতিবেদন: আগেই কাবুলের (Kabul) নিরাপত্তার দায়িত্ব হাক্কানি নেটওয়ার্কের (Haqqani Network) মতো জঙ্গি গোষ্ঠী হাতে তুলে দিয়েছে তালিবান (Taliban)। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজধানীর নিরাপত্তায় ৬ হাজারেরও বেশি সশস্ত্র ক্যাডার মোতায়েন রয়েছে আল-কায়েদার (al-Qaida) ওই 'কাছের বন্ধু'। এবার প্রকাশ্যে এল আরও ভয়াবহ ভিডিয়ো। 

যেখানে দেখা যাচ্ছে, বিভিন্ন দেশের সেনা বাহিনীর মতো আফগানিস্তানের রাস্তায় মহড়া করছে তালিবান জঙ্গির দল। তাদের হাতে অত্যাধুনিক বন্দুক। গোটা শরীর তালিবানি সাদা পোশাক। বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই মহড়ার ভিডিয়ো। নেটিজেনদের দাবি, এই ভাবে আসলে আফগানিস্তানের রাস্তায় নিজেদের শক্তি প্রদর্শন করল তালিবান 'স্পেশ্যাল ফোর্স'। সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করা, যেমন তাদের উদ্দেশ্য। তেমনই আন্তর্জাতিক মহলকে তাদের শক্তি সম্পর্কে অবগত করাও জঙ্গি গোষ্ঠীটির আরও একটি উদ্দেশ্য়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা।

আরও পড়ুন: Afghanistan: সাংবাদিকের খোঁজে তল্লাশি, পরিবারের সদস্যকে খুন তালিবানদের

আরও পড়ুন: Afghanistan: 'মার্কিন সেনার সাহায্য করেছে কারা?' খোঁজে বাড়ি বাড়ি হানা Taliban-এর

ইতিমধ্যে আফগানিস্তানে সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে তালিবানরা। ইতিমধ্যে প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই-র সঙ্গে দেখা করেছেন তালিবান কম্যান্ডার আনাস হাক্কানি। সেই  বৈঠকে হাজির ছিলেন পূর্বতন সরকারের শান্তিদূত আবদুল্লা আবদুল্লা।   

.