পাকিস্তানকে তুলোধনা করতে, আজ রাষ্ট্রসংঘে সুষমা
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আজ নওয়াজ শরিফকে জবাব দেবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। রোডম্যাপ তৈরি। প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া চড়া সুরেই পাকিস্তানকে তুলোধনা করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন বিদেশমন্ত্রী।
ওয়েব ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আজ নওয়াজ শরিফকে জবাব দেবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। রোডম্যাপ তৈরি। প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া চড়া সুরেই পাকিস্তানকে তুলোধনা করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন বিদেশমন্ত্রী।
রবিবারই নিউ ইয়র্কে পৌছেছেন তিনি। ভারতের মাটিতে সাম্প্রতিক জঙ্গিহানায় পাক মদতের তথ্যপ্রমাণ সুষমা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবেন। নওয়াজের জবাবি ভাষণে ইতিমধ্যেই পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে আক্রমণ করেছে ভারত। আজ সুষমা স্বরাজ আরও কড়া ভাষায় সেই বক্তব্যই পেশ করবেন বলে মনে করা হচ্ছে। সন্ত্রাসের শিকার বিশ্বের বহু দেশ। সুষমা বোঝানোর চেষ্টা করবে, পাকিস্তান শুধু ভারতের জন্য নয় গোটা বিশ্বের জন্যেই বিপদ।
আরও পড়ুন- ''উরির হামলাকারীদের শাস্তি পেতেই হবে!'' মন কি বাত-এ বললেন প্রধানমন্ত্রী
এদিকে কেন্দ্রের বিরুদ্ধে কার্যত তোপ দেগেছেন কংগ্রেস নেতারা। কংগ্রেসের বক্তব্য, পাকিস্তানকে শিক্ষা দিতে কূটনৈতিক প্যাঁচে কাজের কাজ কিছুই করতে পারছে না মোদী সরকার।