কেঁদে বাঁচল দামাস্কাসের শিশু

জীবন মৃত্যুর চেয়েও বড়। অনেক বেশি শক্তিশালী। তাই প্রমাণ করেছে বছর আটের ছোট্ট এক কিশোরী। সিরিয়া সেনার লাগাতার বোমাবর্ষণে গুঁড়িয়ে গেছে দামাস্কাস। চারদিকে ইমারতের ধ্বংসস্তূপ। তেমনই এক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিল বছর আটের ছোট্ট কিশোরী আয়া। কিশোরীর কান্না শুনেই দ্রুত ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে উদ্ধারকারী দল। কংক্রিকেটের ভারী চাঙড় সরিয়ে উদ্ধার করা হয় ছোট্ট মেয়েকে।

Updated By: Feb 21, 2017, 05:12 PM IST
কেঁদে বাঁচল দামাস্কাসের শিশু

ওয়েব ডেস্ক: জীবন মৃত্যুর চেয়েও বড়। অনেক বেশি শক্তিশালী। তাই প্রমাণ করেছে বছর আটের ছোট্ট এক কিশোরী। সিরিয়া সেনার লাগাতার বোমাবর্ষণে গুঁড়িয়ে গেছে দামাস্কাস। চারদিকে ইমারতের ধ্বংসস্তূপ। তেমনই এক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিল বছর আটের ছোট্ট কিশোরী আয়া। কিশোরীর কান্না শুনেই দ্রুত ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে উদ্ধারকারী দল। কংক্রিকেটের ভারী চাঙড় সরিয়ে উদ্ধার করা হয় ছোট্ট মেয়েকে।

এদিকে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভেঙে পড়ল ছোট বিমান। বিমানটিই আকারে ছোট। কিন্তু দুর্ঘটনা বেশ বড় মাপের। এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। মেলবোর্নের কাছের একটি শপিং সেন্টারের ছাদে হঠাত্ই় ভেঙে পড়ে বিমানটি। এর ফলে বিমানটির যেমন ক্ষতি হয়েছে, তেমনই বিমান দুর্ঘটনায় ক্ষতি হয়েছে ওই শপিং সেন্টারেরও। (আরও পড়ুন- 'নন ভেজ' নোট নিয়ে লঙ্কাকাণ্ড ইংল্যান্ডে)

.