Solar Storm: সোমবারই সৌর ঝড়! এর জেরে পৃথিবীতে কী ঘটতে চলেছে জানেন?

এর ফলে গ্রীষ্মের আকাশে আরও বেশি করে আলোকময়তা দেখা যেতে পারে।

Updated By: Mar 28, 2022, 06:33 PM IST
Solar Storm: সোমবারই সৌর ঝড়! এর জেরে পৃথিবীতে কী ঘটতে চলেছে জানেন?

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি নাসা জানিয়েছে, সোমবারই এক সৌর ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর। এর ফলে পৃথিবীতে কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও স্পষ্ট জানিয়েছে নাসা।

নাসার পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে গ্রীষ্মের আকাশে আরও বেশি করে আলোকময়তা দেখা যেতে পারে। বৈজ্ঞানিকরা জানিয়েছেন, সোলার স্টর্ম যখন পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে, তখন একটি বিশেষ পরিস্থিতি তৈরি হয়। তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। উচ্চ তরঙ্গের রেডিও সিগন্যালের আদান প্রদানও হতে পারে।

সন্ধ্যাবেলায় এই ঝড় আছড়ে পড়বে, ফলে নিউজিল্যান্ড, তাসমানিয়া ও দক্ষিণ মেরুর কিছু অংশে এর জেরে উজ্জ্বল আলোকছটা দেখা যেতে পারে।

আরও পড়ুন: Huge Volcanic Eruptions: হিমযুগ ফিরছে নাকি পৃথিবীতে? কোন সঙ্কেত দিচ্ছে আগ্নেয়গিরি!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.