মার্কিন মুলুকে সূর্যগ্রহণ
ওয়েব ডেস্ক: মার্কিন মুলুকে সূর্যগ্রহণ । উত্তর আমেরিকার চোদ্দটি প্রদেশের মানুষ সাক্ষী হলেন এই মহাজাগতিক ঘটনার। আমেরিকার পশ্চিম উপকূলের ওরেগনে প্রথম দেখা যায় এই গ্রহণ। প্রায় চার হাজার কিলোমিটার পথ ধরে এগিয়ে যায় চাঁদের ছায়া। ক্রমশ কালো চাঁদের পিছনে চলে যেতে থাকে সূর্য । একসময় পুরোটাই ঢেকে ফেলে সূর্যকে।
মিনিট দুয়েকের সেই মুহূর্তের জন্যই অপেক্ষা করেছিলেন তাবড় মহাকাশবিজ্ঞানীরা। উত্সাহ তুঙ্গে ছিল সাধারণ মানুষেরও। বহু মানুষই সূর্যগ্রহণের যাত্রা পথ ধরে গাড়ি নিয়ে পাড়ি দিয়েছেন। কখনও আলো-ছায়ার সর্পিল চলাফেরা। মুহূর্তেই চরাচর জুড়ে নেমে এল অন্ধকার। তারপরই হীরের আংটির মতো ঝলসে উঠল সূর্য । একটু একটু করে চাঁদের ছায়া ঠেলে বেরিয়ে এল সূর্য। আমেরিকার অন্যপ্রান্ত থেকে দেখা যায় আংশিক গ্রহণ। কানাডা ও মেক্সিকো থেকেও দেখা যায় আংশিক গ্রহণ। হোয়াইট হাউস থেকে গ্রহণ দেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।