ফের রাশিয়ার কাছে আশ্রয় চাইলেন স্নোডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় শীর্ষে থাকা এডওয়ার্ড স্নোডেন মস্কো বিমানবন্দরে মানবাধিকার কর্মী এবং আইনজীবীদের সঙ্গে দেখা করলেন। ফের মস্কোর কাছে রাজনৈতিক আশ্রয়ের দাবিও জানিয়েছেন তিনি। আগেও রুশ সরকারের কাছে একই দাবি জানিয়েছিলেন স্নোডেন। তবে রাশিয়া স্পষ্ট করে দিয়েছিল মার্কিন বিরোধী কার্যকলাপ বন্ধ করলে তবেই স্নোডেনকে আশ্রয় দেওয়ার প্রশ্ন উঠবে। তারপর রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেছিলেন স্নোডেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় শীর্ষে থাকা এডওয়ার্ড স্নোডেন মস্কো বিমানবন্দরে মানবাধিকার কর্মী এবং আইনজীবীদের সঙ্গে দেখা করলেন। ফের মস্কোর কাছে রাজনৈতিক আশ্রয়ের দাবিও জানিয়েছেন তিনি। আগেও রুশ সরকারের কাছে একই দাবি জানিয়েছিলেন স্নোডেন। তবে রাশিয়া স্পষ্ট করে দিয়েছিল মার্কিন বিরোধী কার্যকলাপ বন্ধ করলে তবেই স্নোডেনকে আশ্রয় দেওয়ার প্রশ্ন উঠবে। তারপর রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেছিলেন স্নোডেন।
মার্কিন প্রশাসনের গোপন তথ্য ফাঁসের দায়ে অভিযুক্ত স্নোডেন গত তেইশে জুন থেকে বিমানবন্দরেই রয়েছেন । তিন সপ্তাহের মধ্যে প্রথম গতকাল বিমানবন্দরে তোলা স্নোডেনের একটি ছবি প্রকাশ পেয়েছে। তাঁর সঙ্গে সাক্ষাতের সময় ছবিটি তোলেন এক রুশ মানবাধিকার কর্মী। স্নোডেনের আমন্ত্রণেই গতকাল মানবাধিকার কর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। স্নোডেন জানিয়েছেন, শীঘ্রই তিনি সাংবাদিক সম্মেলন করবেন।