ফের তুষার ঝড়ের কবলে মার্কিন মুলুক, বিপর্যস্ত জনজীবন

ফের তুষার ঝড়ের কবলে মার্কিন মুলুক। বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তুষার ঝড়ের কবলে গোটা উত্তর-পূর্ব আমেরিকা। লক্ষাধিক বাড়ি বিদ্যুত্‍হীন।ঝড়ে সর্বস্ব খুইয়েছেন এমন লোকের সংখ্যা প্রায় ছয় লক্ষ। বাতিল হয়েছে অসংখ্য বিমান। এই মাসের শুরুতেই বরফের পুরু চাদরে ঢেকে গিয়েছিল ওয়াশিংটন , ডেট্রয়েট, বস্টন, শিকাগো, নিউইয়র্কের বিস্তীর্ণ এলাকা।

Updated By: Feb 14, 2014, 10:22 PM IST

ফের তুষার ঝড়ের কবলে মার্কিন মুলুক। বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তুষার ঝড়ের কবলে গোটা উত্তর-পূর্ব আমেরিকা। লক্ষাধিক বাড়ি বিদ্যুত্‍হীন।ঝড়ে সর্বস্ব খুইয়েছেন এমন লোকের সংখ্যা প্রায় ছয় লক্ষ। বাতিল হয়েছে অসংখ্য বিমান। এই মাসের শুরুতেই বরফের পুরু চাদরে ঢেকে গিয়েছিল ওয়াশিংটন , ডেট্রয়েট, বস্টন, শিকাগো, নিউইয়র্কের বিস্তীর্ণ এলাকা।

দ্বিতীয় দফাতে ঝড়ের দাপটে কোথাও আট ইঞ্চি, কোথাও আবার ১৫ ইঞ্চি পুরু বরফ জমে গেছে। ক্যারোলিনায় জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এসবের মধ্যেই আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পূর্বাভাস, সপ্তাহের শেষ দিকে ক্রমশ উন্নতি হবে আবহাওয়ার ।

.